• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৭:১৬ পূর্বাহ্ন

স্টেট ইউনিভারসিটি অব বাংলাদেশের এর উদ্যোগে কক্সবাজার সমুদ্র সৈকতে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান

নিউজ রুম / ১০৭ ভিউ টাইম
আপডেট : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৯

নিজস্ব নিউজ :
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি)-এর উদ্যোগে বৃহস্পতিবার বিকাল ৪টায় কক্সবাজার সমূদ্র সৈকত পরিচ্ছন্নতা অভিযান করা হয়েছে। ”Don’t be so mean, just be Green!!” শিরোনামে আয়োজিত এই উদ্যোগে অংশগ্রহন করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী।

অনুষ্ঠানে বক্তরা তাদের পরিবেশ বিষয়ক সুচিন্তিত মতামত তুলে ধরেন। এই পরিষ্কার অভিযানের মাধ্যমে পরিবেশ রক্ষার প্রতি শিক্ষাথীরা আরো বেশি যত্নবান হবে এবং সুন্দর একটি ভবিষ্যৎ নিশ্চিত করবে বলে আশাব্যক্ত করেন তারা।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আনোয়ারুল কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, টুরিস্ট পুলিশ চট্রগ্রাম অঞ্চলের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মুসলিম, টুরিস্ট পুলিশ এসপি জিল্লর রহমান, এসপি ফখরুল ইসলাম, টুরিস্ট পুলিশ ইয়ুথ এক্সপ্রেস’এর প্রেসিডেন্ট রাগীব আহসান, ইয়ুথ ফিল্মমেকার দীপেন দাশসহ বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিবর্গ।

পরিচ্ছন্নতা শেষে সবাই শপথ নেন-  ‘সমুদ্র সৈকত পরিষ্কার রাখি, দেহ-মন সুস্থ রাখি।’


আরো বিভন্ন বিভাগের নিউজ