• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০২:৩৫ অপরাহ্ন

বিদ্যুতের দাম বৃদ্ধি যুদ্ধাপরাধের চেয়েও জঘন্য : মোমিন মেহেদী

নিউজ রুম / ৬৯ ভিউ টাইম
আপডেট : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯

মোমিন মেহেদী
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য-বিদ্যুতের দাম বৃদ্ধি যুদ্ধাপরাধের চেয়েও জঘন্য। এই কাজটি যারা করছে, তারা সরকারী-বেসরকারী যা-ই হোন না কেন পাক বাহিনীর দোসর। রাজাকারদের বিচার হলেও রাজাকার-যুদ্ধাপরাধী সমর্থত গোষ্ঠি রয়ে গেছে আমলা-এমপি-মন্ত্রীদের অন্তরে অন্তরে। পেতাত্মা হয়ে ফিরে আসা স্বাধীনতা বিরোধী-দুর্নীতিবাজ মুক্ত দেশ গড়তে তারুণ্যেররাজনীতি, নতুনধারার রাজনীতির কোন বিকল্প নেই। ৫ ডিসম্বর সকাল ৩ টায় কার্জন হলের সামনে উন্মুক্ত বক্তৃতা প্রতিযোগিতার উদ্বোধনী আয়োজনে উপরোক্ত কথা বলেন। ‘বিজয় বাংলাদেশ বিজয় নতুনধারা’ শীর্ষক মাসব্যাপী কর্মসূচীর পঞ্চম দিনেরএই কর্মসূচীতে সভাপতিত্ব করেন জাতীয় শিক্ষাধারার সভাপতি ও প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শুভঙ্কর দেবনাথ। বক্তব্য রাখেন- সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান শেখ হাবিব খোকন, সাইদুজ্জামান রওশন, প্রভাষক শিরীন সুলতানা, অহনা চৌধুরী, চিত্রনায়ক আরবাজ হাবিব, এনামুল হক রোজ, শাহ মো. হাবিবুল বাশার প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে সকাল ১০ টায় গণতন্ত্রের মানষপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সমাধিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেন নতুনধারা বাংলাদেশ-এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী ও অন্যান্য নেতৃবৃন্দ।


আরো বিভন্ন বিভাগের নিউজ