• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১০:১৫ পূর্বাহ্ন

পেকুয়ার দিনব্যাপী মাহফিলে প্রধান দুই বক্তার অনুপস্থিতিতে শ্রোতাদের মাঝে চরম হতাশা

নিউজ রুম / ২০৮ ভিউ টাইম
আপডেট : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৯

 

নিজস্ব প্রতিবেদক::

পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের বারবাকিয়া বাজার ব্রিজের দক্ষিণ পশ্চিম পার্শ্বে অবস্থিত ঐতিহাসিক বৃহত্তর সাবেক গুলদী তাফসীর ময়দানে আজ ৬ ডিসেম্বর শুক্রবার সারাদিন চলমান আলোচিত তাফসিরুল কোরআন মাহফিলে আসতে পারেনি দেশের বর্তমান সময়ের শ্রেষ্ঠ আলোচিত বক্তা মিজানুর রহমান আল-আযহারী এবং তারেক মনোয়ার। প্রশাসনের পক্ষ থেকে নিষিদ্ধ করায় তারা তাফসির মাহফিলে যোগদান করতে পারেনি। মিজানুর রহমান আজাহারী ও তারেক মনোয়ার মাহফিলের শেষ অধিবেশনে ওয়াজ পেশ করার ছিলো। মাহফিল আয়োজন কমিটি এই তথ্য নিশ্চিত করেছেন।

মাহফিল আয়োজক কর্তৃপক্ষ দিগন্ত ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক নুরুজ্জামান মনজু জানান, প্রশাসনের শর্ত মানতে হওয়ায় আলোচিত বক্তা মিজানুর রহমান আল-আযহারী,এবং তারেক মনোয়ারকে আসতে দেয়া হয়নি। বৃহস্পতিবার রাতে প্রশাসনের এক রুদ্ধদার বৈঠক থেকে এই সিদ্ধান্ত দেয়া হয়। তাঁদের আনা হলে পুরো মাহফিলের অনুমতিই পাওয়া যেতো না।
প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, রাজনৈতিক উস্কানিমূলক বক্তব্যের কারণে মিজানুর রহমান আল-আযহারী, ও তারেক মনোয়ার বেশ সমালোচিত। তারা তাফসীর পেশ করলে বিতর্কিত বক্তব্য রাখার আশঙ্কা ছিলো। তাই অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এই দুই বক্তাকে নিষিদ্ধ করা হয়েছে।

জানা গেছে, আজ সকাল ৯টা থেকে বারবাকিয়া বাজার ব্রিজের দক্ষিণ পশ্চিম পার্শ্বে অবস্থিত ঐতিহাসিক বৃহত্তর সাবেক গুলদী তাফসীর  ময়দানে এই আলোচিত তাফসির মাহফিল শুরু হয়।
এই মাহফিলে কক্সবাজারের প্রতিটি উপজেলা ছাড়াও দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে বিপুল ধর্মপ্রাণ লোকজন এসেছেন। অন্তত লক্ষাধিক শ্রোতা সমবেত হয়েছেন বলে জানা গেছে।
এদিকে প্রিয় মুফাচ্ছিরদের অনুপস্থিতির কারণে দূর দুরান্ত থেকে আগত শ্রোতাদের মাঝে হতাশা ও চরম ক্ষোভ বিরাজ করেছে।চট্টগ্রাম থেকে আগত একদল শ্রোতা প্রতিবেদকের কাছে ক্ষোভ প্রকাশ করে বলেন যে,মাহফিল কমিটির এরকম তামাশা করার কোন মানে হয় না।বৃহস্পতিবার বলে দিলে তো হতো তারেক মনোয়ার,মিজানুর রহমান আসবে না।তাহলে দূর দুরান্ত থেকে আসা সর্বস্তরের শ্রোতাদের কষ্ট পেতে হত না


আরো বিভন্ন বিভাগের নিউজ