• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৮:২৮ অপরাহ্ন

কক্সবাজার সদর থানা পুলিশের অভিযানে গ্রেফতার- ১৭

নিউজ রুম / ১৬৫ ভিউ টাইম
আপডেট : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯

প্রেস বিজ্ঞপ্তি :

কক্সবাজার সদর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় অভিযুক্ত ১৭ জনকে আটক করেছে। গত ৮ ডিসেম্বর  সকাল হতে ৯ ডিসেম্বর সকাল পর্যন্ত অফিসার ইনচার্জ  সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির, পুলিশ পরিদর্শক (ইন্টিলিজেন্স) মোহাম্মদ মহিদুল আলম, পুলিশ পরিদর্শক (অপারেশন্স)  মোহাম্মদ ইয়াছিন, পিএসআই শরীফ উল্লাহ,এসআই আবুল কালাম,এসআই রাজিব চন্দ্র নাথ, এসআই তৈমুর ইসলাম, এসআই সনৎ,এএসআই আবুল কাশেম, এএসআই দ্বীন মোহাম্মদ,এএসআই ইমাম হোসেন, এএসআই লোকমান হোসেন, সঙ্গীয় ফোর্স এবং ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান খান সহ কক্সবাজার সদর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৭ জন আসামীকে গ্রেফতার করেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।

নিয়মিত মামলা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীরা হলেন

১। মোঃ ইয়াছিন,পিতা- মোঃ আমিন,সাং-দক্ষিণ মুহুরী পাড়া,থানা ও জেলা-কক্সবাজার।

২। মোঃ লিয়াকত আলী,পিতা-কবির আহাম্মদ,সাং-মধ্যম টেকপাড়া,থানা ও জেলা-কক্সবাজার।

৩। জাফর আলম,পিতা-মৃত হোসেন,সাং-নতুন ফিশারী পাড়া বিমান বন্দর সড়ক,থানা ও জেলা-কক্সবাজার।

৪। মোঃ হোসাইন,পিতা- মোঃ আবুল কালাম,সাং-বার্মিজ মার্কেট,থানা ও জেলা- কক্সবাজার।

৫। মং মং রাখাইন,পিতা-ক্যেইলা রাখাইন,সাং-বড় বাজার ৩নং ওয়ার্ড,থানা ও জেলা-কক্সবাজার।

৬। মোবারক হোসেন,পিতা-নাজির হোসেন।

৭। মঞ্জুর আলম,পিতা-মৃত আব্দুল্লাহ।

৮। সালাহ উদ্দিন,পিতা-কামাল হোসেন,

৯। শফি আলম,পিতা-আবুল কাশেম।

১০। দিলদার মিয়া,পিতা-মৃত শামসুল আলম।

১১। আলতাজ মিয়া,পিতা-শামসুল আলম,সর্বসাং-কুলিয়া পাড়া,খুরুশকুল,থানা ও জেলা-কক্সবাজার।

১২। মোঃ রাসেল,পিতা- আব্দুল করিম প্রঃ করিম,সাং-পানিরছড়া,৯নং ওয়ার্ড,থানা ও জেলা-কক্সবাজার।

ওয়ারেন্ট সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীরা হলেন

১। শফিকুল ইসলাম সিকদার,পিতা-মৃত হাজী আশরাফুজ্জামান ,সাং-সিকদার পাড়া,বিজিবি ক্যাম্প,থানা ও জেলা-কক্সবাজার।

২। সোহরাব হোসাইন চৌধুরী,পিতা-ছৈয়দ হোসাইন চৌধুরী,সাং চৌধুরী পাড়া,উত্তর রুমালিয়াছড়া,থানা ও জেলা-কক্সবাজার।

৩। রাশেদুল ইসলাম,

৪। শামসুল আলম

৫। মোঃ মঞ্জুর মোর্শেদ.উভয় পিতা-মৃত আবু তাহের,সর্বসাং-বুনিয়া পাড়া,খুরুশকুল,থানা ও জেলা-কক্সবাজার।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাহাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।


আরো বিভন্ন বিভাগের নিউজ