• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১০:৪৩ অপরাহ্ন

মাতারবাড়ি সাহাব উদ্দীনের নেতৃত্বে আনসার সদস্যদের উপর হামলা

নিউজ রুম / ১৩৭ ভিউ টাইম
আপডেট : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯

 

নিজস্ব প্রতিবেদক,

মহেশখালীর মাতারবাড়ির কয়লা বিদ্যুৎ প্রকল্প সিঙ্গাপুরি প্রজেক্ট এ নিরাপত্তা রক্ষী আনসার সদস্যদের উপরে হামলা চালিয়েছে জলদস্যু ও সন্ত্রাসীরা। এতে হতাহতের ঘটনা না ঘটলেও আতংক ছড়িয়ে পড়েছে আনসার সদস্যদের মাঝে।মঙ্গলবার গভীর রাতে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে স্থানীয়রা।

সরকারি বিধিনিষেধ বাস্তবায়ন করতে যাওয়ায় এ হামলা চালানো হয় বলে জানিয়েছেন কতৃব্যরত আনসার সদস্যরা।

আনসার সদস্যদের দাবি, করিয়ার দ্বীপের জলদস্যু বাহিনীর প্রধান সাহাব উদ্দীনের নেতৃত্ব এ হামলা চালানো হয়। তাদের দাবি,দীর্ঘদিন ধরে সাহাব উদ্দীন অস্ত্রসজ্জিত হয়ে মাছ ও লবণের প্রজেক্ট দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এতে বাঁধান প্রদাণ করেন কতৃব্যরত আনসার সদস্যরা।

এ ঘটনাকে কেন্দ্র করে রাত নামলে অস্ত্রসজ্জিত হয়ে হামলা করে সাহাব উদ্দীন বাহিনী।
হামলাকে কেন্দ্র করে পুরা এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে।স্থানীয়রা, জানানায়, ২০থেকে ৩০জনের মত একটি সন্ত্রাসীর দল অস্ত্রসস্ত্রসহ প্রতিদিন রাতে সিঙ্গাপুরি প্রজেক্ট পাশে অবস্থান নেন। মাঝে মাঝে ফাঁকা গুলি বর্ষণ করেন।এ কারনে জনমনে আতংক বিরাজ করছে।

স্থানীয়রা অভিলম্ভে সাহাব উদ্দীনসহ তার বাহিনীর সদস্যদের গ্রেফতাদের দাবি জানিয়েছে।

এ বিষয়ে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকতা বলেন,এখনো থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। তবে তিনি খবর নিয়ে সন্ত্রাসী ও অস্ত্রধারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান


আরো বিভন্ন বিভাগের নিউজ