• বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪০ অপরাহ্ন

চাকরি প্রস্তাব পেলেন সন্তানের জন্য দুধ চুরি করা সেই বাবা

বার্তা কক্ষ / ২৬৪ ভিউ টাইম
আপডেট : রবিবার, ১২ মে, ২০১৯

তিন মাস চাকরি না থাকায় সন্তানের জন্য সুপার শপ ‘স্বপ্ন’ থেকে দুধের একটি প্যাকেট চুরি করে ধরা পড়েন তিনি। বিষয়টি সবার নজরে আসে সেখানে কর্তব্যরত ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার জাহিদুল ইসলামের ফেইসবুক পোষ্ট থেকে। জাহিদুল ইসলামের পোষ্টটি ভাইরাল হয়েছে ইতিমধ্যে।

পুরো ঘটনার বিবরণ দিয়ে ফেসবুকে যে পোস্ট দেন জাহিদুল ইসলাম। সেখান থেকে জানা যায়: বৃহস্পতিবার রাতে রাজধানীর এক সড়কের চেকপোস্টের দায়িত্ব পালন করছিলেন। রাত পৌনে ৯টার দিকে তার দায়িত্বস্থল থেকে একটু দূরে মানুষের ভিড় দেখতে পেয়ে তিনি এক উপপরিদর্শককে সেখান পাঠান ঘটনা জানার জন্য।

কিছুক্ষণ পর বেশ কিছু লোক ২৫-৩০ বছর বয়সী এক লোককে টেনে-হিঁচড়ে জাহিদুল ইসলামের সামনে নিয়ে আসে। জাহিদুল ইসলামকে  জানানো হয় লোকটা চুরি করে পালাচ্ছিল। এক সিকিউরিটি গার্ড জানান, সে এক প্যাকেট দুধ চুরি করে পালাচ্ছিল। এর পর জাহিদুল ইসলাম তার কাছ থেকে জানতে পারেন তিন মাস হলো বেকার। ছোট বাচ্চার দুধ কেনার টাকা নাই। তাই তিনি বাচ্চার জন্য দুধ চুরি করেছেন।


আরো বিভন্ন বিভাগের নিউজ