• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৩:১৪ অপরাহ্ন

সুশিক্ষিত জাতি গঠনে নূরানী শিক্ষার বিকল্প নেই-আল্লামা ওবায়দুল্লাহ হামজা

নিউজ রুম / ১৪৯ ভিউ টাইম
আপডেট : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯

এম.কলিম উল্লাহ, উখিয়া,

উখিয়ায় পালং নূরানী শিক্ষা উন্নয়ন পরিষদ এর অনুষ্ঠিত নূরানী শিক্ষা সমাপনী পরীক্ষা ১৯ইং এ কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের নিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও নুরানী শিক্ষার গুরুত্ব শীর্ষক আলোচনা সভা আজ ২৫ শে ডিসেম্বর কোটবাজার স্টেশনের এন.আলম মার্কেটের দ্বিতীয় তলায় মাওলানা মোহাম্মদ ইদ্রিস সাহেবের সভাপতিত্বে মাওলানা আবু নাসেরের সঞ্চালনায় পালং ইসলামী ছাত্র সংস্থার আয়োজনে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, মাওলানা ওবাইদুল্লাহ হামজা মুহাদ্দিস জামিয়া ইসলামিয়া পটিয়া। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মুফতি হুমায়ুন কবীর দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী। আমন্ত্রিত ওলামায়ে কেরামের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা আবু হারুন মোকাদ্দেস আহমদ, মুফতি শাহ আলম, মাওলানা মোহাম্মদ আলী, মুফতি আব্দুল গফুর নদীম, মুফতি বোরহান উদ্দিন,মাওলানা মুহসিন শরীফ,
মাওলানা আব্দুস সাত্তার, মাওলানা গাজী এরশাদ উল্লাহ, মুফতী মুসলিম উদ্দিন, মুফতি মোহাম্মদ হোসাইন, মাওলানা মোঃ এমদাদ,মাওলানা শামসুল আলম, হাফেজ ফরিদুল আলম, মাওলানা মোঃ হারুন, মাওলানা আবু বক্কর, মাওলানা কেফায়েতুল্লাহ।

সুশিক্ষিত জাতি গঠনে নুরানী শিক্ষার বিকল্প নেই উল্লেখ করে আল্লামা ওবায়দুল্লাহ হামজা বলেন, কোরআন আমাদের বিবেক, চিন্তা চেতনা,সংবিধান, রহমত, হেদায়েত, সুসংবাদ, কোরআন আমাদের জন্য আলো। কাজে আমাদের আগামী প্রজন্ম কুরআনের আলোয় আলোকিত হোক। আল্লাহ পাকের পক্ষ থেকে হেদায়েত রহমতের বৃষ্টিধারায় তার স্নাত হোক কোরআনুল করিম সে পথ দেখায়।কুরআনের এই শিক্ষা শৈশবে দেওয়ার জন্যই এই নূরানী শিক্ষা।

নূরানী শিক্ষা সমাপনী পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ৫০জন শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে
১৩জন শিক্ষার্থীদের বিশেষ পুরস্কারে পুরস্কৃত ও বাকি শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়।

পালং ইসলামী ছাত্র সংস্থা কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানে সংস্থার বর্তমান সভাপতি মাওলানা আহসান উল্লাহ, সাধারণ সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন, মুফতি রিদওয়ানুল কাদির, হাফেজ ইকবাল, মাওলানা কফিল উদ্দিন,সাবেক সভাপতি মাওলানা ইলিয়াস, মাওলানা নূর মোহাম্মদ, আব্দুল হামিদ প্রমুখ উপস্থিত ছিলেন।


আরো বিভন্ন বিভাগের নিউজ