• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৩:১০ পূর্বাহ্ন

কক্সবাজারে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো সেনা কল্যাণ সমিতি

নিউজ রুম / ১২৮ ভিউ টাইম
আপডেট : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৯

 

নিজস্ব প্রতিবেদকঃ

প্রতি বছরের ন্যায় এবারো গরীব, দুস্থ ও শীতার্ত মানুষকে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের সেনা কল্যাণ সমিতি ( সেপকস)।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল ১১ টায় স্থানীয় রামু উপজেলার খুনিয়াপালং এবং রাজারকুল ইউনিয়নের ৪০০’শ মানুষকে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জিওসি ১০ ডিভিশনের এর পত্নী ও সেপকস কক্সবাজার অঞ্চলের সভাপতি সরমিন মাঈন। এ সময় সেপকস কক্সবাজার অঞ্চলের অন্যন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় উপকার পাওয়া সাধারণ মানুষ জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন এবং সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, চলতি মাসে রামু সেন নিবাসের পক্ষ থেকে গরীব অসহায় মানুষদের মাঝে সাড়ে সাত হাজার কম্বল বিতরণ করা হয়েছে।#


আরো বিভন্ন বিভাগের নিউজ