• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭:২৮ অপরাহ্ন

মহেশখালীতে র‌্যাবের অভিযান ১০টি অস্ত্রসহ দুই সন্ত্রাসী আটক

নিউজ রুম / ১৭৩ ভিউ টাইম
আপডেট : বুধবার, ১ জানুয়ারী, ২০২০

মিছবাহ উদ্দীন (আরজু) মহেশখালী প্রতিনিধি, উপজেলা মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নে র‌্যাব অভিযান চালিয়ে ১০টি আগ্নেয়াস্ত্রসহ দুই জন সন্ত্রাসীকে আটক করেছে।

এসময় ১৯ রাউন্ড গুলিও উদ্ধার করা হয়। আটক সন্ত্রাসীরা হলেন মাতারবাড়ীর শামশুল আলমের পুত্র কাইছারুল ইসলাম (২৯) ও একই এলাকার মোস্তাক আহম্মদের পুত্র মঈন উদ্দিন প্রকাশ বদাইয়া (৩১)।

মঙ্গলবার রাতে মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ কেন্দ্রের পূর্ব প্রান্তের লবণ ক্ষেতের মধ্যে টং ঘর থেকে অস্ত্রসহ তাদের আটক করে।

বুধবার র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মোঃ মাহমুদুল হাসান মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়-ওই এলাকায় কতিপয় সন্ত্রাসী নাশকতার উদ্দেশ্যে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত ১০টার দিকে অভিযান চালায় র‌্যাব সদস্যরা। এসময় পালানোর চেষ্টাকালে আটক করা হয় কাইছারুল ইসলাম ও মঈন উদ্দিনকে।

পরে তাদের দেখানো ও সনাক্ত মতে টং ঘরের ভিতর সুকৌশলে লুকানো অবস্থায় ৫টি এসবিবিএল, ৩টি ওয়ান শুটারগান, ২টি থ্রি কোয়ার্টার গান এবং ১৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এএসপি মোঃ মাহমুদুল হাসান মামুন আরো জানান-কাইছারুল ইসলামের বিরুদ্ধে মহেশখালী থানায় ১১টি এবং মঈন উদ্দিনের বিরুদ্ধে একই থানায় ১০টি মামলা রয়েছে।


আরো বিভন্ন বিভাগের নিউজ