• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৯:০২ অপরাহ্ন

ঝিলংজার বিভিন্ন বিদ্যালয়ে বই বিতরণ করলেন চেয়ারম্যান টিপু সুলতান

নিউজ রুম / ২৭০ ভিউ টাইম
আপডেট : বুধবার, ১ জানুয়ারী, ২০২০

শাহীন মাহমুদ রাসেল:

কক্সবাজার সদরের ঝিলংজার বেশ কয়েকটি বিদ্যালয়ে বিনামূল্যে নতুন পাঠ্যবই বিতরণ করেছেন ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা টিপু সুলতান।

বিভিন্ন বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন, বাংলাদেশ ছাড়া বিশ্বের কোন দেশ বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দিতে পারেনি। বছরের প্রথমদিন ৩৫ কোটি ৩১ লাখ ৪৪ হাজার ৫৫৪টি বই সারা দেশের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পৌঁছে দেওয়া হয়েছে। শিক্ষাখাতে সরকারের এটি অভাবনীয় সাফল্য ও বিশ্বরেকর্ড।আওয়ামী লীগ সরকার নানামুখী উন্নয়নসহ শিক্ষাখাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে। এরপাশাপাশি সরকার উপ বৃত্তি প্রদানসহ আরো নানান শিক্ষাবান্ধব প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। সরকারের পাশাপাশি অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা অর্জনে ভূমিকা রাখতে হবে।

বুধবার (১ জানুয়ারি) সকালে ঝিলংজার পূর্ব খরুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, খরুলিয়ার সিকদার পাড়া নুরানি একাডেমি, খরুলিয়া উচ্চ বিদ্যালয়, দক্ষিণ খরুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, হাজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ ডিককুল চাইল্ড একাডেমি, ছুরতিয়া সিনিয়র মাদ্রাসা, মুক্তারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন। অনুষ্ঠানে গন্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় তিনি কম্পিটার প্রদান সহ বিদ্যালয়ের অন্যান্য সংকট নিরসনে ব্যক্তি উদ্যোগে সহায়তার আশ্বাস প্রদান করেন।


আরো বিভন্ন বিভাগের নিউজ