রিমন পালিত, বান্দরবান: বান্দরবানের সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের আমতলীতে সেনাবাহিনীর (বিএমটিএ) ভারি অস্ত্রের ফায়ারিং রেঞ্জের ভিতরে পরিত্যক্ত মোটার শেল (বোমা) বিস্ফোরণে ২ সেনা সদস্য নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন সেনা সদস্য। শুক্রবার (১৭ মে) বেলা ১১টায় দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
সদর জোন সূত্র জানা গেছে , সুয়ালকের (বিএমটিএ) ভারি অস্ত্রের ফায়ারিং রেঞ্জের ভিতরে জঙ্গল পরিষ্কার করতে গিয়ে পরিত্যক্ত শেল (বোমা) বিস্ফোরণে ২ জন সেনা সদস্য নিহত হয়েছেন। সেনা সদস্য জাহিদুল ইসলাম (২৯) ঘটনা স্থলেই মুত্যু বরণ করেন। পরে আহতদের মধ্যে আরেক জন ঢাকা (সিএমএস) নেওয়ার পথে মৃত্যু বরণ করেছেন।
আহতদের মধ্যে কয়েকজনের নাম পাওয়া গেছে তারা হলেন- নিপুন চাকমা, রাজু, হাসান, তারেকুল সৈনিক আসাদ, মোস্তাফিজ ও আরিফ।
জানা যায়, হতাহত সেনা সদস্যরা কুমিল্লা সেনানিবাসের ১৬-প্যারা ব্যাটালিয়নের সদস্য। আগামীকাল শনিবার বিকেলে তাদের ওই এলাকায় ফায়ারিং হওয়ার কথা ছিল। এ উপলক্ষে তারা ঝোপ ও জঙ্গল পরিস্কার করছিলেন। এ সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে । নাম প্রকাশে অনিচ্ছুক সদর জোন কমান্ডার বলেন, আমতলীতে (বিএমটিএ) ভারি অস্ত্রের ফায়ারিং রেঞ্জে ভিতরে জঙ্গল পরিষ্কার করার সময় পরিত্যক্ত শেল (বোমা) বিস্ফোরণে ঘটনা স্থলে এক সেনা সদস্য নিহত হয়েছেন এবং ঢাকা সিএমএসে নেওয়ার পথে আরেক সেনা সদ্য মিত্যু বরণ করেন। এই ঘটনায় আহত হয়েছেন মোট ১০ জন সেনা সদস্য।
বান্দরবান জেলার পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সায়ালোক ইউনিয়নের আমতলীতে সেনাবাহিনীর (বিএমটিএ) ভারি অস্ত্রের ফায়ারিং রেঞ্জের ভিতরে পরিত্যক্ত মোটার শেল (বোমা) বিস্ফোরণে ২ সেনা সদস্য নিহত হয়েছেন। আহতদের ঢাকা সিএমএস এ পাঠানো হয়েছে বিস্তারিত ঘটনা পরে জানাযাবে।
উপদেষ্টা সম্পাদক : সরোয়ার আজম মানিক, সম্পাদক ও প্রকাশক : মনছুর আলম,
অফিস : হোটেল আল-আমিন কমপ্লেক্স, ৩য় তলা (দৈনিক মেহেদী ) মেইন রোড,, কক্সবাজার।