• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:২১ পূর্বাহ্ন

উখিয়ায় স্থানীয়রাই তৈরি করলো বিদ্যালয়ের যাতায়াতের রাস্তা

নিউজ রুম / ৯৪ ভিউ টাইম
আপডেট : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২০

নিজস্ব প্রতিনিধি

উখিয়ার রত্নাপালং ইউনিয়নের ‘কামারিয়ার বিল সরকারী প্রাথমিক বিদ্যালয়’ এর ছাত্র-ছাত্রীদের পথ নিয়ে সৃষ্ট সমস্যা সামান্য হলেও লাগব হয়েছে বলে মনে করছেন স্থানীয় জনগণ। পথের নাজুক অবস্থার কারণে দীর্ঘদিন ধরে ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে যাতায়াতে চরম দূর্ভোগ পোহাতে হয়ে ছিল বলে জানান একাধিক অভিভাবক।

এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন, পথের কারণে বিদ্যালয়ে যাতায়াতে তাদের খুবই অসুবিধা হতো। বিশেষ করে বর্ষাকালে পথের কারণে বিদ্যালয়ে আসতে মন চাইতো না। এ সমস্যা সমাধানে এলাকাবাসী জন প্রতিনিধিসহ জমি মালিকদের সাথে একাধিকবার বসে সমাধানের চেষ্টা করেও ব্যর্থ হয়। সর্বশেষে ১৭ জানুয়ারি (শনিবার) স্থানীয় জনগণ নিজেরাই উদ্যোগ নিয়ে তৈরি করে নিলেন বিদ্যালয়ে যাতায়াতের পথটি।

জানা যায়, রত্নাপালং ইউনিয়নের এ প্রান্তিক অঞ্চলে শিশুদের পড়াশোনার একমাত্র সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ‘কামারিয়ার বিল সরকারী প্রাথমিক বিদ্যালয়’। এ বিদ্যালয়ে যাতায়ত পথটি এক সময় অনেক বড় ছিল। প্রতি বছর চাষ করার সময় জমির মালিকগণ এ পথটি কাটতে কাটতে ছোট হয়ে যাওয়ায় ছাত্র-ছাত্রীরা চরম অসুবিধায় পড়ে।

তারা আরো বলেন, এ সমস্যা সমাধানের বিষয়টি উপজেলা চেয়ারম্যান হামিদুল হক চৌধুরী ও রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরীকে অবগত করা হয়েছিল। কিন্তুু কাজের কাজ কিছুই না হওয়ায় স্থানীয় জনগণকে সাথে নিয়ে অত্র বিদ্যালয়ের পরিচালনা কমিঠির সভাপতি নুরুল ইসলাম, ছালেহ আহমদ , পেঠান আলী, মোঃ কাশেম মুন্সী, মোঃ মোরশেদ আলমসহ অন্যান্যরা পথটি নির্মাণ করেন


আরো বিভন্ন বিভাগের নিউজ