• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১০:০৩ অপরাহ্ন

ছাত্রছাত্রীদের স্মার্টফোন ব্যবহার না করার শপথ

নিউজ রুম / ২১৮ ভিউ টাইম
আপডেট : বুধবার, ২২ জানুয়ারী, ২০২০

নিউজ ডেক্স :
দিনাজপুরের নবাবগঞ্জে শিক্ষার মানোন্নয়নে ছাত্রছাত্রীদেরকে স্কুল জীবনে স্মার্টফোন ব্যবহার না করার শপথ করিয়েছেন ইউএনও মোছা. নাজমুন নাহার।
বুধবার দুপুরে নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে চত্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণির ছাত্রছাত্রীদের বরণ অনুষ্ঠানে তিনি এ শপথ করান।
এছাড়া বাবা-মা ও শিক্ষকদের কথা মেনে চলা, গুরুজনদের সম্মান করা, পড়ার টেবিলকে সবোর্চ্চ গুরুত্ব দেয়ার বিষয়েও ছাত্রছাত্রীদের শপথ করান।
প্রধান শিক্ষক দিলিপ কুমার সাহার সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. তোফাজ্জল হোসেন, ওসি অশোক কুমার চৌহান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগমসহ আরো অনেকে।
প্রধান অতিথি বলেন, স্মার্টফোন মোবাইল স্কুলগামী ছাত্রছাত্রীর নিকট মাদকের চেয়েও ভয়ঙ্কর। তাই বিশ্ববিদ্যালয় না পড়া পর্যন্ত কোনো শিক্ষার্থীর সঙ্গে স্মার্টফোন ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই বিষয়ে অভিভাবকদের সজাগ থাকতে হবে ।


আরো বিভন্ন বিভাগের নিউজ