• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৬:৪৬ অপরাহ্ন

মিয়ানমার সেনাবাহিনীর গুলিতে ২ রোহিঙ্গা নারী নিহত

নিউজ রুম / ১১৫ ভিউ টাইম
আপডেট : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২০

চ্যানেল কক্স ডেস্ক:

মিয়ানমার সেনাবাহিনীর গুলিতে দুই রোহিঙ্গা নারী নিহত হয়েছেন। এদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা ছিলেন। এছাড়া আহত হয়েছেন আরও সাতজন।

আজ (২৫ জানুয়ারি) এ ঘটনা ঘটেছে বলে মিয়ানমারের এক সংসদ সদস্য ও স্থানীয় বাসিন্দার বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আজ রোহিঙ্গাদের একটি গ্রামে গুলি চালিয়ে দুই নারীকে হত্যা করেছে মিয়ানমার সেনাবাহিনী। এদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা ছিলেন। এছাড়া, এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন।

গত ২৩ জানুয়ারি রোহিঙ্গাদের সুরক্ষায় মিয়ানমারকে চারটি অন্তর্বর্তী আদেশ পালনের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। এর দুদিন পরেই এ ঘটনা ঘটলো।

২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে বসবাসরত রোহিঙ্গাদের ওপর হত্যাযজ্ঞ চালায় দেশটির সেনাবাহিনী। এর আগেও বিভিন্ন সময় রোহিঙ্গাবিরোধী অভিযান চালিয়েছিলো মিয়ানমার সরকার। সেখান থেকে বিতাড়িত হয়ে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে আশ্রয় নিয়েছে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা। তারা বর্তমানে কক্সবাজারের শরণার্থী শিবিরে বসবাস করছে।

এসব ঘটনায় আন্তর্জাতিকভাবে তীব্র সমালোচনা-নিন্দার মুখে পড়েছে মিয়ানমার। জাতিসংঘ ২০১৭ সালের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ হিসেবে অভিহিত করলেও বরাবরই তা অস্বীকার করে আসছে মিয়ানমার।

সবশেষ মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে ২০১৯ সালের নভেম্বরে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা দায়ের করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া।

মামলার শুনানি শেষে গত ২৩ জানুয়ারি মিয়ানমারকে চারটি অন্তবর্তী আদেশ পালনের নির্দেশ দেন আইসিজে।


আরো বিভন্ন বিভাগের নিউজ