• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০১:৩৭ অপরাহ্ন

কক্সবাজার সৈকতে ফটোগ্রাফার কর্তৃক পর্যটক হয়রানি রোধে নতুন উদ্যোগ

নিউজ রুম / ১৩২ ভিউ টাইম
আপডেট : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২০

নিউজ ডেক্স:
কক্সবাজার সমুদ্র সৈকতের ভ্রাম্যমাণ ফটোগ্রাফারদের শৃঙ্খলা ও অনুশাসনের অধীনে আনা এবং তাদের দ্বারা পর্যটক হয়রানি নিরসনে জেলা প্রশাসনের নতুন উদ্যোগ।
কোন পর্যটক যদি কোন ফটোগ্রাফার কর্তৃক কোন হয়রানির শিকার হন তবে তৎক্ষনাৎ ০১৭৩৩৩৭৩১২৭ এই নম্বরে ফোন করে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ করতে পারবেন। এক্ষেত্রে শুধু ফটোগ্রাফারের পরিচিতি নম্বরটি বললেই যথেষ্ট। অনুমোদিত সকল ফটোগ্রাফারের জেলা প্রশাসন কর্তৃক প্রদত্ত আইডি কার্ড গলায় ঝুলিয়ে রাখা এবং নির্ধারিত ইউনিফর্ম পরিধান করা বাধ্যতামূলক। আইডি কার্ড ও ইউনিফর্মে তাদের পরিচিতি নম্বর স্পষ্টভাবে লেখা থাকবে, পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের ফোন নম্বরও থাকবে। এছাড়াও যেকোনো ধরনের অভিযোগ করতে চাইলে উক্ত নম্বরে ফোন করে জানালে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল সৈকত নিশ্চিতকরণে সকলের সহযোগিতা একান্ত কাম্য।


আরো বিভন্ন বিভাগের নিউজ