• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৪:৩৭ পূর্বাহ্ন

কক্সবাজার সদর কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

নিউজ রুম / ২৩১ ভিউ টাইম
আপডেট : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২০

[নিজস্ব প্রতিবেদক]

“মুজিববর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার” এ স্লোগানকে সামনে রেখে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধের লক্ষ্যে কক্সবাজার সদর উপজেলার কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় ঈদগাঁহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় কক্সবাজার সদর উপজেলা কমিউনিটি পুলিশিং এর সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক ও সংবাদকর্মী শাহিদ মোস্তফা শাহিদের যৌথ সঞ্চালনায় সদর কমিউনিটি পুলিশিং এর সভাপতি এডভোকেট সৈয়দ মোঃ রেজাউর রহমান সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর-রামু আসনের সংসদ সদস্য এমপি আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।
সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের এমপি কানিজ ফাতেমা মোস্তাক।
প্রধান বক্তার বক্তব্য রাখেন পুলিশ সুপার কক্সবাজার বিপিএম (বার) এ.বি.এম মাসুদ হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) বাবুল চন্দ্র ভৌমিক , অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কক্সবাজার মোঃ আদিবুল ইসলাম, সদর থানার ওসি সৈয়দ আবু মোহাম্মদ শাহাজান কবির, ঈদগাঁহ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জামান, জেলা কমিউনিটি পুলিশিং এর উপদেষ্টা আবু তালেব ও সদর আ.লীগের সাধারণ সম্পাদক মাহমদুল করিম মাদু।
জেলা কমিউনিটি পুলিশিং সাধারন সম্পাদক সোহেল আহমদ বাহাদুর। অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন জালালাবাদ ইউপি চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ, বীর মুক্তিযোদ্ধা স্বপন চৌধুরী, সাংবাদিক এস এম তারেক, সদর কমিউনিটি পুলিশের সাংগঠনিক সম্পাদক জামিল উদ্দিন শাম, প্রচার সম্পাদক জসিম উদ্দিন, ইসলামপুরের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজম খোকন, পোকখালী ইউনিয়নের সাধারণ সম্পাদক ফিরুজ উদ্দিন খোকা, ঈদগাহ ইউনিয়নের সাধারণ সম্পাদক কায়ুম উদ্দিন ডিসেন্ট, খুরুস্কুলের সাধারণ সম্পাদক কাজী তামজিদ পাশা, ঝিংলজার সভাপতি খুদরুত উল্লাহ সিকদার, চৌফলদন্ডীর সভাপতি নেজাম উদ্দীন শাওন, ঈদগাঁও বাজার জোনের সভাপতি শহীদুল ইসলাম, ইসলামাবাদের সাংগঠনিক সম্পাদক আশফাক উদ্দিন আরফাত প্রমুখ।

সভায় বক্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তাদের মতামত তুলে ধরেন।
মাদকসহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে পুলিশের কার্যকর উদ্যোগ প্রত্যাশা করেন তারা।

পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, বিপিএম (বার) তার বক্তৃতায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্বসাধারণকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।পরে পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারকে শুভেচ্ছা স্মারক ক্রেস্ট তুলে দেন ঈদগাহ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আসাদুজ্জামান, অনুরূপ ভাবে পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ, সদর সার্কেলকে সম্মাননা স্মারক তুলে দেন কমিউনিটি পুলিশিং এর সভাপতি সাধারণ সম্পাদক। সদর মডেল থানার ওসি তদন্ত খায়রুজ্জামান, চেয়ারম্যান নুর ছিদ্দিক, রফিক আহমদসহ কমিউনিটি পুলিশিং সমাবেশে বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, চেয়ারম্যান, শিক্ষক, রাজনীতিবিদ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।


আরো বিভন্ন বিভাগের নিউজ