• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০২:০৩ পূর্বাহ্ন

রামু বাঁকখালী উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিউজ রুম / ৭৮ ভিউ টাইম
আপডেট : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২০

নিউজ ডেক্স:

রামু বাঁকখালী উচ্চ বিদ্যালয়ে ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) সকাল ১১টায় বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা।
বিদ্যালয়ের নির্বাহী পরিচালক কিশোর বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কাউয়ারখোপ ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল মোতালেব, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য কন্ঠশিল্পী মানসী বড়ুয়া ও ভুবন বড়ুয়া, বাঁকখালী ফাউন্ডেশনের পরিচালক অধ্যাপক ইজত উল্লাহ, ডা. মিজানুর রহমান, আবুল কাশেম খাঁন (একে খাঁন), হোসনে আরা বেগম, চঞ্চলা রানী শর্মা, সুনীল কুমার শর্মা, এসএম জাফর, আওরঙ্গজেব টিপু, মোহাম্মদ নুরুল আলম প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা বলেন, রম্যভূমি রামুতে সরকারি-বেসরকারি অনেক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বাঁকখালী উচ্চ বিদ্যালয় শ্রেষ্ঠত্বের দাবি রাখে। রামুতে মাধ্যমিক পর্যায়ে শিক্ষা ব্যবস্থা নিয়ে আমি একসময় আশাহত ছিলাম, কিন্তু বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের সফলতায় আমি এখন আশাবাদী হয়েছি। এ বিদ্যালয় শিক্ষার্থীদের প্রকৃত মানুষ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। পরিচালনা কমিটি, শিক্ষকবৃন্দ, অভিভাবক ও শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টায় বিদ্যালয়ের সফল অগ্রযাত্রা আগামীতেও ধরে রাখতে হবে।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল আমিন। অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে শাখাওয়াত সুলতান, অসীম বড়ুয়া, শাওন দে শান্তা, সাঈদা আকতার, বিদায়ি শিক্ষার্থীদের পক্ষে সুজয় চক্রবর্তী, সিদরাতুল মুনতাহা আইনান, ফাহিমা ইসলাম আরাবী, বর্তমান শিক্ষার্থীদের পক্ষে সৈয়দা মারুফা নুরী, আয়েশা ছিদ্দিকা জেসিকা, ওমর ফারুক ইমন বক্তব্য রাখেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, বিদ্যালয়ের সহকারি শিক্ষক আসমাতুল এলা ও শাহ মোশাররাফা আল ফাতেমা। এতে বিদায়ি শিক্ষার্থীদের কৃতিত্বপূর্ণ ফলাফল ও সার্বিক কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন, বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মুসলেহ উদ্দিন। অনুষ্ঠানে বিদায়ি শিক্ষার্থীদের পক্ষে সিদরাতুল মুনতাহা আইনান, বিদ্যালয়ের শিক্ষার্থীদের সৈয়দা মারুফা নুরী মানপত্র পাঠ করেন।


আরো বিভন্ন বিভাগের নিউজ