• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৬:০৪ পূর্বাহ্ন

ঈদগড় ব্লাড ডোনার্স ক্লাব শিক্ষা বৃত্তি ২০২০ সন্মাননা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

নিউজ রুম / ২৫৯ ভিউ টাইম
আপডেট : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০

মুহাম্মদ ইউসুফ

শিক্ষার মানকে উন্নত করার লক্ষে ঈদগড়ের একমাত্র বৃহত্তর মানবতার স্বেচ্চাসেবী সংগঠন, “ঈদগড় ব্লাড ডোনার্স ক্লাব” কর্তৃক আয়োজিত
‘ঈদগড় ব্লাড ডোনার্স ক্লাব শিক্ষা বৃত্তি ২০২০ ইং’ এর বৃত্তিপ্রাপ্তদের সন্মাননা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে,
আজ সকাল ১১টায় ঈদগড় এএমবি উচ্চ বিদ্যালয় হল রুমে হাফেজ নুরুল আবছার এর কোরআন তেলওয়াতে মধ্য দিয়ে শুরু হয়,
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঈদগড় ইউপি চেয়ারম্যান জনাব ফিরোজ আহমদ ভুট্রো।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযুদ্ধা কক্সবাজার কলেজের সাবেক ভিপি জনাব ডাঃ সিরাজুল হক রেজা,ঈদগড় এএমবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু মতিলাল সিকদার,ঈদগড় এ,এম,বি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদ সভাপতি নুরুল আবছার, ছাত্র নেতা শাহিন আজাদ, ঈদগড় মেডিকেল সেন্টার এন্ড হাসপাতালের জিএম ছাত্র নেতা সাজুয়ার কামাল, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এলএলবি বিভাগের মেধাবী ছাত্র আনোয়ার হোসাইন খোকন,
উদ্বোধনী বক্তব্য রাখেন সংগঠনের এডমিন মুহাম্মদ ইউসুফ, বক্তব্য রাখেন সংগঠনের মডারেটর আদনান সাকের, সদস্য তারেকুল ইসলাম,
রেজাল্ড প্রকাশ করেন কার্যকারি সদস্য এম. ডি হামিদ খাঁন ও আদনান সাকের,
সভাপতিত্ব করে সংগঠনের এডমিন সরওয়ার হোসাইন,
উপস্থিত ছিলেন মাষ্টার বাবু বিষুমোহন দেব, বেলাল উদ্দিন, আল আমিন জিসান, বৃহত্তর ঈদগাহ ব্লাড ডোনার্স সোসাইটির এডমিন মোঃ রিফাত, আব্দুল্লাহ মোঃ সাঈদ, সংবাদকর্মী ও নতুন অফিস ব্লাড ডোনার’স সোসাইটির প্রতিষ্ঠাতা এডমিন সফিউল করিম স্বপ্নীল,

বৃহত্তর ঈদগাহ পথশিশু ব্লাড ডোনার’স এসোসিয়ন এর প্রতিষ্ঠাতা এডমিন ইমরান তাওহিদ রানা,বমুবিলছড়ি ধ্রুবতারা রক্তদান সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আবছার,
ছাত্রনেত নুরুল হুদা, ছাত্র নেতা আব্দু রহমান, ওসমান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র সংগঠনের মডারেটর নজিবুল হক, দিদারুল ইসলাম অনিক,
সদস্য নুরুল আবছার, ওসমান গণি, আবু ইউছুপ, বেলাল উদ্দিন, রিয়াজ উদ্দিন, খালেদ হোসাইন, মোঃ শাহজাহান, রবিউল আলম, নুরুল হুদা, শাহাদাত হোসেন নাঈম, সাইফুল ইসলাম, রবিউল হাসান, প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ইব্রাহিম খলিল,
এ কেটাগরিতে ২জন ট্যানেলপুল, ৩ জনকে সাধারণ বৃত্তি প্রদান করা হয়,
বি কেটাগরিতে ২জন ট্যানেলপুল ও ৪ জনকে সাধারণ বৃত্তি ও ২ জনকে বিশেষ সম্মানা স্মারক প্রদান করা হয়, পরিক্ষায় অংশগ্রহণকারি ৬৮জনকে সম্মানিত করা হয়,
সর্বোচ্চ নাম্বার পেয়ে মেধা তালিকায় অংশগ্রহণ করা ৩ জনকে “জনাব, এস এম রেজাউল করিম রাজু বিশেষ সম্মানিত করেন।
ঈদগড় ব্লাড ডোনার্স ক্লাবের সুন্দর আয়োজনকে ধন্যবাদ জানান ঈদগড়ের সুশীল সমাজ।


আরো বিভন্ন বিভাগের নিউজ