• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৮:৫৬ অপরাহ্ন

প্রথম প্রস্তুতি ম্যাচে বাবরের সেঞ্চুরি

নিউজ রুম / ২৮৫ ভিউ টাইম
আপডেট : শুক্রবার, ২৪ মে, ২০১৯
ছবি : সংগৃহীত

বাবর আজমের সেঞ্চুরিতে সুবিধাজনক অবস্থানে পাকিস্তান। ব্রিস্টলে আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ে নামে সারফরাজ আহমেদের দল। বাংলাদেশ সময় সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হয়।

শেষ খবার পাওয়া পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৪৩ ওভারে ৬ উইকেটে ২৩৩ রান। বাবর আজম ১০০ রান নিয়ে ও ৮ রান নিয়ে ইমাদ ওয়াসিম রয়েছেন ক্রিজে।

ব্যাট করতে নেমে স্কোর বোর্ডে একশ রান তুলতেই হারায় চার উইকেট। ইমাম উল হক(৩২), ফখর জামান (১৯), হারিস সোহেল(১) ও মোহাম্মাদ হাফিজ(১২) আউট হয়েছেন। পঞ্চম উইকেট জুটিতে শোয়েব মালিক ও বাবার আজম মিলে গড়েন ১০৩ রানের জুটি। মালিক ৪৪ রান করে মোহাম্মদ নবীর বলে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন। মাঠে নেম সরফরাজ আহমেদও ১৩ রান করে রশিদ খানের বলে আউট হয়ে মাঠ ছাড়েন। নিয়মিত উইকেট হারাতে থাকলেও একপ্রান্ত আগলে রেখে খেলতে থাকেন বাবর আজম। ৯ চার ও ২ ছক্কায় ৯৯ বলে ১০০ রান করেন বাবর।

আফগান বোলাদের মধ্যে মোহাম্মদ নবী ৩টি ও রশিদ খান ২টি করে উইকেট নিয়েছেন।


আরো বিভন্ন বিভাগের নিউজ