• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৫:০০ পূর্বাহ্ন

এক জাহাজেই করোনা আক্রান্ত ৬১ রোগী!

নিউজ রুম / ১৩৮ ভিউ টাইম
আপডেট : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২০

জাপানের আলোচিত সে যাত্রীবাহী জাহাজে আরও ৪১ ব্যক্তির করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার প্রমাণ মিলেছে। এ নিয়ে ওই জাহাজটিতে ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬১-তে।

চ্যানেল কক্স ডেস্ক:
শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস তাদের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে জাপানের ইয়োকোহামা বন্দরে কোয়ারেন্টাইনে রাখা জাপানি জাহাজের তিন হাজার সাতশ’ যাত্রীকে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) তিনশ’ জনকে পরীক্ষার পর ১০ জন আক্রান্ত হওয়ার প্রমাণ মিলে। ইতোমধ্যে যাদের পরীক্ষা করা হয়েছে, তাদের মধ্য থেকে আরও ৪১ জন এ ভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত করা হয়েছে।

‘ডায়মন্ড প্রিন্সেস’ নামে ওই জাহাজে নতুন করোনা ভাইরাসে আক্রান্ত ৬১ জনের মধ্যে ২৮ জাপানি, ১১ মার্কিন নাগরিক, ৭ অস্ট্রেলীয়, ৭ কানাডিয়ান ও ৩ চীনা রয়েছেন। এছাড়া যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, তাইওয়ান, ফিলিপাইন ও আর্জেন্টিনার একজন করে রয়েছেন।

সংশ্লিষ্টরা জানিয়েছে, আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত জাহাজটি কোয়ারেন্টাইনে রাখা হতে পারে।


আরো বিভন্ন বিভাগের নিউজ