• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৭:১৪ পূর্বাহ্ন

আগামী ১১ও১২ ফেব্রুয়ারি জামিয়া আরবিয়া গোরকঘাটা (মাদরাসা)’র ২দিন ব্যাপী বার্ষিক সভা

নিউজ রুম / ২০২ ভিউ টাইম
আপডেট : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২০

মিছবাহ উদ্দীন (আরজু) মহেশখালী প্রতিনিধি

মহেশখালী পৌরসভাস্থ, উপজেলার সর্বোচ্চ দ্বীনি শিক্ষা-নিকেতন জামিয়া আরবিয়া ইসলামিয়া গোরকঘাটা (মাদরাসা)’র ২দিন ব্যাপী বার্ষিক সভা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আগামী মঙ্গলবার (১১ ই ফেব্রুয়ারি) বাদ ফরজ থেকে জামিয়া ময়দানে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে৷

ইতোমধ্যে সভা পূর্ব যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জামিয়ার প্রিন্সিপ্যাল মাওলানা আবদুল মুনঈম আমাদের প্রতিনিধিকে নিশ্চিত করেছে৷

সভায় আলোচনা পেশ করবেনঃ জামিয়া আরবিয়া জিরির মহা-পরিচালক মাওলানা শাহ্ মুহাম্মদ তৈয়ব সাহেব, জামিয়া ইসলামিয়া পটিয়ার মহা-পরিচালক আল্লামা শাহ্ মুহাম্মদ আবদুল হালিম বোখারী সাহেব, মাওলানা গাজি আশরাফ আলি সাহেব, মাওলানা মুফতি কেফায়ত উল্লাহ শফিক সাহেব, হাফেজ মাওলানা আবদুল হক সাহেব, হাফেজ মাওলানা মুফতি ওবাইদুল্লাহ হামযাহ সাহেব, মাওলানা মুস্তফা বিন নূরী সাহেব ও মাওলানা নেছারুল ইসলাম সাহেব প্রমূখ।

সভায় ২০১৯ -২০ শিক্ষাবর্ষে হিফজ সমাপ্তকারী ছাত্রদের দস্তারে ফজিলত (বিশেষ সম্মাননা পাগড়ী) প্রদান করা হবে।

সভা সফল করার জন্য স্ব-বান্ধব উপস্তিতি কামনা করেছে জামিয়ার প্রিন্সিপ্যাল মাওলানা আবদুল মুনঈম ও ভাইস-প্রিন্সিপ্যাল মাওলানা শামসুল আলম (জাদীদ)।


আরো বিভন্ন বিভাগের নিউজ