• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৪:০৫ অপরাহ্ন

সেন্টমার্টিনে ট্রলার ডুবি: মৃত্যের সংখ্যা বেড়ে ২০

নিউজ রুম / ২৬৫ ভিউ টাইম
আপডেট : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২০

নিউজ ডেস্ক:

অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে সেন্টমার্টিন দ্বীপের কাছে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে ২০ জনের মরদেহ। আশংকা করা হচ্ছে হতাহতের সংখ্যা বাড়তে পারে। উদ্ধারকার্য পরিচালনা করছে কোষ্টগার্ড ও নৌবাহিনী। জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে ৪০ জনকে।এঘটনায় নিখোঁজ রয়েছে অনেকেই। তাৎক্ষনিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) ভোরে এই দূর্ঘটনা ঘটে বলে ধারনা করছে কোষ্টগার্ড। ধারনা করা হচ্ছে নিহত সবাই রোহিঙ্গা।সংশ্লিষ্ট একাধিক সুত্র মতে, গত ৭ বছরে ২ হাজার ৭৩৫ বাংলাদেশি সাগর পথে বিদেশ পাড়ি দিতে গিয়ে নিহত হয়েছেন। এছাড়া পাচারকারী চক্রের খপ্পরে পড়ে স্থল ও নৌ- সীমান্তে পাচার হয়ে বিশ্বের বিভিন্ন দেশর কারাগারে আাটক আছেন ১৫ হাজারের বেশি বাংলাদেশী। ভারত, পাকিস্তান, মালয়শিয়া থাইল্যান্ড ও মধ্যপ্রাচ্যরে বিভিন্ন কারাগারে আটকা পড়ে আাছে ১০ হাজারের বেশী। এদের মধ্য ৬ হাজার ৩৭০ জনই শিশু ও নারী।


আরো বিভন্ন বিভাগের নিউজ