• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০১:৪৯ অপরাহ্ন

লামা উপজেলার বিভন্ন স্থানে ব্রীজ, হাসপাতাল, মসজিদ সহ সাড়ে দশ কোটি টাকার প্রকল্প উদ্বোধন

নিউজ রুম / ১৩৮ ভিউ টাইম
আপডেট : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২০

উনুয়ই মার্মা রহি, লামা প্রতিনিধি :

বান্দরবান লামা উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের গর্ডার ব্রীজ, হাসপাতাল, মসজিদ সহ সাড়ে ১০কোটি টাকার উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, এমপি

শনিবার (১৫ ফেব্রুয়ারি) লামা উপজেলার সরই ইউনিয়নে দিনব্যাপী সফরে এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন তিনি।

পরে সরই এলাকায় নব নির্মীত হাসপাতাল মাঠে একটি সভায় যোগ দেন মন্ত্রী।

এসময় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্যমন্ত্রী বলেন- সরই ইউনিয়নে ১০ শয্যা হাসপাতাল প্রতিষ্ঠার মাধ্যমে গ্রামীণ জনপদের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া প্রধান মন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়ন নিশ্চিত হয়েছে।

এতে আরো একধাপ এগিয়ে গেল সরই ইউনিয়ন, এখন থেকে অসহায় দরিদ্র মানুষ নিজ এলাকায় বিনামূলে ঔষুধ ও স্বাস্থ্য সেবা নিতে পারবেন, আগামীতে সরই ইউনিয়নে বিদ্যুত বিহীন এলাকায় আলোকিত হবে।

মন্ত্রী আরো বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনজর রয়েছে পার্বত্য এলাকায়, এই সুনজরের কারনে পাহাড়ে উন্নয়নের যাত্রা অব্যাহত রয়েছে, ধারাবাহিক এই উন্নয়নের মাধ্যমে আগামীতে বান্দরবান একটি উন্নত জেলা হিসাবে প্রতিষ্ঠিত হবে।

এর আগে সকালে মন্ত্রী পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে পল্লী অবকাঠামো উন্নয়ন এর আওতায় ৩কোটি ২১লাখ টাকা ব্যয়ে সরই ইউনিয়ন পরিষদ থেকে হাসান ভিটা ৫কিঃমি সড়ক, ৩০লাখ টাকা ব্যয়ে সরই মসজিদ ভিটায় মসজিদ নির্মাণ, এলজিইডির অর্থায়নে প্রায় ৩কোটি টাকা বরাদ্দে পোলো খাল কসমো কলেজ এর ৬০মিটার গার্ডার ব্রীজ নির্মাণ এবং ৪কোটির ৪লাখ টাকায় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ১০শয্যা হাসপাতালের উদ্বোধন করেন।

এসময় বান্দরবান অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ রেজা সরোয়ার, জেলা সিভিল সার্জন অংশৈ প্রু চৌধুরী, আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ, জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পিডি আবদুল আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন ।

এদিকে মন্ত্রীর আগমনকে ঘিরে দূর্গম সরই ইইউনিয়নের স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে উদ্দীপনা লক্ষ্য করা যায়, মিছিল ও ফুলের তোড়া দিয়ে মন্ত্রীকে শুভেচ্ছা জানান নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।


আরো বিভন্ন বিভাগের নিউজ