• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৫:০৭ অপরাহ্ন

ঈদগাঁওতে অনলাইন সাংবাদিকতা ও উন্নয়ন শীর্ষক অনুষ্ঠান

নিউজ রুম / ৩৪৮ ভিউ টাইম
আপডেট : শুক্রবার, ২৪ মে, ২০১৯

বিশ্বব্যাপী পাঠকের সংবাদ আকাঙ্ক্ষা পূরণে অনলাইন গণমাধ্যমের ভূমিকা অপরিসীম

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার: দ্রুত সময়ে মানুষের কাছে সংবাদ ও বিনোদন সেবা পৌঁছে দিতে অনলাইন পত্র পত্রিকার ভূমিকা অপরিসীম। এ মাধ্যমে এলাকার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের চিত্র দ্রুত তুলে ধরার মাধ্যমে বিশ্বব্যাপী পাঠকের সংবাদ আকাঙ্ক্ষাকে পূরণ করা হয়। অনলাইন নির্ভর তথ্য প্রযুক্তির এ যুগে গণমাধ্যমের চাহিদা তিন দিন বৃদ্ধি পাচ্ছে। ২৪ মে ঈদগাঁওতে ‘অনলাইন সাংবাদিকতা ও এলাকার সার্বিক উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিশিষ্টজনরা উপরোক্ত মন্তব্য করেন।বৃহত্তর ঈদগাঁও’র সর্ব প্রথম অনলাইন দৈনিক পত্রিকা ‘ঈদগাঁও নিউজ ডট কম’ তাদের অবিরাম পথ চলার ১২ তম বর্ষে পদার্পণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে। বাজারের হোটেল নিউ স্টার হলরুমে আয়োজিত সুধী সমাবেশে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক, দানবীর ও শিক্ষানুরাগী আলহাজ্ব জসিম উল্লাহ মিয়াজী। ঈদগাঁও নিউজ ডট কম এর প্রকাশক ও চেয়ারম্যান মোঃ রেজাউল করিমের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন ঈদগাঁও সাংগঠনিক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শওকত আলম শওকত, বাজারের ব্যবসায়ী নেতা মাওলানা সলিম উল্লাহ জিহাদী, প্রবীণ ব্যবসায়ী ও বাজার প্রতিনিধি মাওলানা ফাযেল ইবনে শরিফ, ঈদগাহ মডার্ন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মনজুর আলম, বিশিষ্ট পর্যটন শিল্প উদ্যোক্তা আলহাজ্ব মোঃ শফি, জেলা বিএনপি নেতা জানে আলম, বাজার পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফিজ, ছাত্রনেতা বেলাল উদ্দিন বেলাল, সিনিয়র সাংবাদিক মোঃ মিজানুর রহমান আজাদ, সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসাইন, এস, এম, তারেক, কাফি আনোয়ার। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষক ও সাংবাদিক তৈয়ব জালাল। বিশিষ্টজনদের মধ্যে ছিলেন মেহের ঘোনা রেঞ্জ কর্মকর্তা মামুনুর রশিদ, মেহের ঘোনা বিট কর্মকর্তা জাকির হুসাইন, মক্কা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন, আওয়ামী লীগ নেতা শেখ সৈয়দ হুসাইন, জালালাবাদ আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলম, ডেন্টিস্ট ডাক্তার তারেকুল ইসলাম, অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ মহসিন, মোঃ ইসমাইল হোসেন ভান্ডারী, ঈদগাঁও সপ্রাবির সিনিয়র শিক্ষক মোঃ আবু তাহের, ইউনিয়ন ভূমি অফিস প্রতিনিধি মোঃ সৈয়দ নূর, প্রাক্তন ছাত্র পরিষদ ৯০ ব্যাচের আব্দুল করিম বিএ, সিনিয়র সাংবাদিক নাসির উদ্দিন, বিএনপি নেতা জাহাঙ্গীর বাঙালি, মানবাধিকার নেতা বজল আহমদ, ছাত্র নেতা রাশেদ ইসলাম রাশেদ, ব্যবসায়ী রফিকুল ইসলাম, ছাত্রনেতা মোস্তফা ফারুক, সাংবাদিক মোঃ শফিউল আলম আজাদ, এম ছরোয়ার শিফা, লবণ মিলার মোজাম্মেল হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কুতুব উদ্দিন চৌধুরী, ট্রাভেল এজেন্ট ব্যবসায়ী আলাউদ্দিন, গণমাধ্যমকর্মী আশফাক উদ্দিন আরফাত, ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন, ব্যবসায়ী জসিম উদ্দিন, হকার নেতা মোহাম্মদ আমীন, জয়নাল আবেদীন, শিক্ষার্থী হাকিম প্রমুখ। শেষে দেশ ও জাতির মঙ্গল ও কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন রেডিও টেলিভিশনের ইসলামী আলোচক মাওলানা এনামুল হক ইসলামাবাদী। সহযোগিতায় ছিলেন ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জামান, সৌদি প্রবাসী ৯০ ব্যাচের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবু সাঈদ শাহবাজ, ড্রিংকিং ওয়াটার ডিলার আমানুল্লাহ, আজিজিয়া এয়ার ইন্টারন্যাশনালের নাসির উদ্দিন, টার্কি মুরগি ব্যবসায়ী জসিম উদ্দিন, শিল্পপতি রাশেদ উদ্দিন কোম্পানি, ঈদগাঁও স্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারী মেডিকেল কর্মকর্তা ডাক্তার আবু সাদেক, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী শরীফ কোম্পানি, ব্যবসায়ী ফিরোজ উদ্দিন, ডাক্তার বজলুর রহিম( শাহেদ), এনাম প্লাস এর নাজিম উদ্দিন, তদন্ত কেন্দ্রের এ এস আই লিটনুর রহমান জয়, ডাক্তার মুজিবুল হক, ডাক্তার মোঃ ইউসুফ আলী, শাহজাহান মনির, সালমা লাইব্রেরি, মুহাম্মদী লাইব্রেরী, টিন দোকানদার রুবেল, মনির ইলেকট্রনিক্স, বর্ণ রেখা অফসেট প্রেস, মাস্টার মোঃ মনজুর আলম, এশিয়া ফার্মেসী, সালামত উল্লাহ রাজন, তৌহিদুল করিম, কাজী মুহিববুললা নেজামী, যুবলীগ নেতা নুরুল আবসার, কবিরাজ নুরুল আলম, মনে রেখ, বরফ মিল মালিক নুরুল আলম প্রমুখ। শেষে ইফতারে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার দেড় শতাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নাসির উদ্দিন পিন্টু ও সাকিব মাহমুদ।


আরো বিভন্ন বিভাগের নিউজ