• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১০:৪০ পূর্বাহ্ন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ৩জন নিহত,আহত ২

নিউজ রুম / ১৯৪ ভিউ টাইম
আপডেট : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২০

চ্যানেল কক্স ডেক্স:
পবিত্র ওমরাহ পালন শেষে সৌদি আরবের মক্কা থেকে মদিনা যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ একই পরিবারের ৩ জন বাংলাদেশি নিহত হয়েছে। গুরুতর হয়েছে দুইজন।
২৪ ফেব্রুয়ারি বিকাল ৫ টার দিকে মদিনা থেকে ৭০ কিঃমিঃ দূরে মক্কা ও মদিনা হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটে। আহত দুজনকে মদিনার আল’দার হসপিটালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন মুহাম্মদ রায়হান রাশেদ (৪০) ও তার সহধর্মিণী (৩০), নিহত রায়হানের ভাতিজী বড় ভাই মিজানের শিশু কন্যা তাহসিনা-(৬)।
গুরুতর আহতরা হলেন মুহাম্মদ ইকবাল ইকবাল ও নিহত রায়হানের শিশু পুত্র তাজরিয়ান (৫)।
ওমরাহ সম্পন্ন করে ফেরার পথে মদিনার কাছাকাছি তাদের গাড়িটি মরুভূমির বালু ঝড়ের কবলে পরলে এই দুর্ঘটনা ঘটে।
তারা সবাই চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাসিন্দা হলেও চট্টগ্রাম নগরীর বক্সির হাট এলাকার ৩৫ নাং ওয়ার্ডের চাকতাইয়ের আমিন হাজী রোডের স্থায়ী বাসিন্দা।
আহত আরেকজন মুহাম্মদ ইকবাল চট্টগ্রামের সাতকানিয়া সদরের রুপকানিয়া এলাকার বাসিন্দা সাবেক ইউপি সদস্য ইসলামের পুত্র।
আহত মুহাম্মদ ইকবাল মদিনা মানোয়ার পাশে বাঙালী মার্কেটে ব্যবসায়ী কনন ও নিহত রায়হানের বন্ধু।
নিহতের ভাগিনা ইসতিয়াক আসিফ এ তথ্য জানান, রায়হান রাশেদ সৌদির আল-আনছার কোম্পানির টিআই ইঞ্জিনিয়ার হিসাবে মদিনায় চাকরি করতেন। সুযোগ পেয়ে ভিজিট ভিসার মাধ্যমে তার মা ও পরিবারকে সৌদিআরব নিয়ে আসেন। রায়হান রাশেদের বড় ভাই মিজানুর রহমান তার পরিবারকে নিয়ে মদিনায় থাকেন। রায়হান বউ, বাচ্চা, ভাতিজী ও বন্ধুকে নিয়ে পবিত্র ওমরাহ পালন করতে মক্কায় যান।


আরো বিভন্ন বিভাগের নিউজ