• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৬ অপরাহ্ন

লামা শান্তিপূর্ণভাবে অর্ধদিবস হরতাল পালিত

বার্তা কক্ষ / ৩৫৫ ভিউ টাইম
আপডেট : রবিবার, ২৬ মে, ২০১৯

মোঃ নাজমুল হুদা,লামা (বান্দরবান) প্রতিনিধিঃ বান্দরবানে লামায় আ,লীগ নেতা বান্দরবান পৌর আ,লীগের সহ সভাপতি ও সাবেক কমিশনার চাথোয়াইমং মার্মা সন্ত্রাসী কর্তৃক হত্যার প্রতিবাদে জেলার অন্যান্য উপজেলা মত লামা উপজেলায় আ,লীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে শান্তিপূর্ণভাবে অর্ধদিবস হরতাল পালিত হয়েছে।

এ উপলক্ষে রবিবার (২৬ মে,২০১৯ ইং,) ভোর থেকে উপজেলার লাইনঝিরি রাস্তার মোড়,চেয়ারম্যান পাড়া মিম ফিলিং স্টেশন,বাজারের চৌরাস্তার মোড়,বাস স্টেশন,গজালিয়া জীব স্টেশন,ইয়াংছা বাজার,কুমারী,সরই বাজারসহ কয়েকটি স্থানে দলীয় নেতা-কর্মীরা ভোর থেকে স্ব স্থানে অবস্থান করে শান্তিপূর্ণভাবে হরতাল পালন করেন।

বেলা ১১ টায় দিকে শহরের দলীয় নেতা -কর্মীরা হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদসভা করেন।এতে লামা উপজেলা আ,লীগের যুগ্ন সম্পাদক ও উপজেলা পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

আরো লামা উপজেলা আ,লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মুক্তিযোদ্ধা শেখ মাহবুবুর রহমান,সহ- সভাপতি আক্তার কামাল (মাইজা মিয়া), সম্পাদক বাথোয়াইচিং মার্মা, যুগ্ন সম্পাদক শাখায়াতুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিন্টু কুমার সেন,যুব ও ক্রীড়া সম্পাদক আব্বাস উদ্দীন সেলিম,মহিলা আ,লীগের জাহানারা বেগম,যুবলীগের সম্পাদক প্রদীপ কুমার দাশ,ছাত্রলীগের সভাপতি মংক্যলা মার্মা,সম্পাদক মোঃ শাহীন,কলেজ ছাত্রলীগের সাদ্দাম হোসোন,সম্পাদক নাহিদ,পৌর ছাত্রলীগের বিপ্লব কান্দি নাথ,সম্পাদক মোঃ সুমন প্রমূখ উপস্থিত ছিলেন।


আরো বিভন্ন বিভাগের নিউজ