• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৫:৩৮ পূর্বাহ্ন

সকল শিক্ষার্থীকে মুজিব আদর্শে গড়ে উঠতে হবেঃ শিক্ষামন্ত্রী

নিউজ রুম / ১০৬ ভিউ টাইম
আপডেট : শনিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২০

নিউজ ডেক্স:

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সকল শিক্ষার্থীকে মুজিব আদর্শে গড়ে উঠতে হবে। সবাই মুজিব আদর্শে গড়ে উঠলে দেশ স্বাবলম্বী হবে। দেশকে পরিচিত করে তুলতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষিত জাতিই দেশের ভাগ্য পরিবর্তন করতে পারে।
শনিবার (২৯ ফেব্রুয়ারি) মুজিববর্ষ উপলক্ষে বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে নবনির্মিত বঙ্গবন্ধু অ্যাকাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
ডা. দীপু মনি বলেন, তোমরা সবাই ভাবতে শেখো যে আমি মুজিব হবো, আমরা সবসময় মানুষের পাশে দাঁড়াবো। আমরা চাই আমাদের সন্তানেরা বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে মুজিব হয়ে উঠবে।
তিনি বলেন, ‘সর্বস্তরে শিক্ষার মানোন্নয়নের যে অঙ্গীকার বর্তমান সরকার করেছে তা বাস্তবায়ন করা হবে। আমাদের জীবন ও দেশকে সুন্দর করতে আমরা কথায়, কাজে ও আচরণে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে অগ্রসর হচ্ছি।’
এর আগে শিক্ষামন্ত্রী ওই শিক্ষা প্রতিষ্ঠানের চারতলা ভিত্তির ওপরে নির্মিত একতলা অ্যাকাডেমিক ভবনের উদ্বোধন করেন।


আরো বিভন্ন বিভাগের নিউজ