• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০২:২৯ অপরাহ্ন

রামু সেনানিবাসে বাংলাদেশের ইতিহাসের চিত্রকর্ম সম্বলিত টেরাকোটা দেয়াল উদ্বোধন

নিউজ রুম / ১২৯ ভিউ টাইম
আপডেট : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০

প্রেস বিজ্ঞপ্তি:

গত ১৮ ফেব্রুয়ারি ২০২০ তারিখ (মঙ্গলবার) বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের রামু সেনানিবাসের এ্যালিফেন্ট গেইট সংলগ্ন (রামু-মরিচ্যা রোডের পূর্ব পার্শ্বে) বাংলাদেশের ইতিহাসের চিত্রকর্ম সম্বলিত একটি ঐতিহ্যবাহী টেরাকোটা দিয়ে নির্মিত দেয়াল উদ্বোধন করা হয়। 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া ‌‌কমান্ডার কক্সবাজার এরিয়া মেজর জেনারেল মোঃ মাঈন উল্লাহ চৌধুরী, ওএসপি, এডব্লিউসি, পিএসসি। এছাড়া কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান লে. কর্নেল ফোরকান আহমদ, এলডিএমসি, পিএসসি (অবঃ) এবং রামু সেনানিবাসের উর্দ্ধতন সামরিক ও অসামরিক কর্মকর্তা, কর্মচারী, রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের ছাত্র/ছাত্রী ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা এবং বাংলাদেশের ইতিহাসের চিত্রকর্ম সম্বলিত দৃষ্টিনন্দন টেরাকোটা দেয়াল নির্মানের গুরুত্ব বর্ণনা করেন। উল্লেখ্য যে, উক্ত টেরাকোটা’র ভাস্কর্যের মাধ্যমে বাংলাদেশের জন্ম ইতিবৃত্ত তথা দেশ বিভাজনের থেকে শুরু করে স্বাধীনতার আন্দোলন, ১৯৫২-এর ভাষা আন্দোলন, ১৯৬২ সালের ছাত্র আন্দোলন, ১৯৬৬ সালের ৬ দফা দাবী, ১৯৬৯ এর গণঅভ্যুত্থান, ১৯৭১ সালের ৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ ও মহান মুক্তিযুদ্ধ এবং সর্বোপরী বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর অদম্য নেতৃত্বে চলমান উন্নয়নের ধারাবাহিকতায় ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ এবং ১৯৪১ সালে একটি সুখী সমৃদ্ধ ও স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ গড়ার প্রত্যয় উক্ত ভাস্কর্যে ফুটিয়ে তোলা হয়েছে। উক্ত দৃষ্টিনন্দন স্থাপনাটি অত্র এলাকা ও রামু সেনানিবাসের তথা সমগ্র কক্সবাজার অঞ্চলকে সমৃদ্ধ করার পাশাপাশি নতুন প্রজন্মকে বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনা সম্পর্কে জানতে আরও উদ্বুদ্ধ করবে।


আরো বিভন্ন বিভাগের নিউজ