• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৭:১২ পূর্বাহ্ন

করোনা আতঙ্কে কাবা শরিফে প্রবেশ সাময়িক বন্ধ

নিউজ রুম / ১৬৮ ভিউ টাইম
আপডেট : শুক্রবার, ৬ মার্চ, ২০২০

নিউজ ডেক্স:

কাবাচত্বর হাজারো মুসল্লির লাব্বাইক ধ্বনিতে মুখরিত থাকতো সব সময়। ঝড়, বৃষ্টি কিংবা প্রখর রোদ কোনো কিছুই যেখানে বাধা হয়ে দাঁড়াতে পারিনি। সেই কাবাচত্বর মানবশূন্য। গতকাল বৃহস্পতিবার (৫ মার্চ) আছরের নামাজের পর সৌদি পুলিশ কাবা শরীফের সব মুসল্লিদের বের করে দেন। কাবাঘর তওয়াফ বন্ধ রয়েছে। পুরো কাবাচত্বর ফাঁকা। স্মরণকালে এমন দৃশ্য দেখা যায়নি।

সৌদি আররে ক’রো’নাভা’ইরাস ছড়িয়ে পড়া থেকে রক্ষার জন্য এই পদক্ষেপ নেয়া হয়েছে। ইতিমধ্যে দেশটিতে একজন এই ভাই’রাসে আ’ক্রান্ত হয়েছে। নতুন করে যেন আর কেউ আ’ক্রান্ত না হয়, সেজন্য এই বাড়তি সতর্কতা অবলম্ব করা হয়েছে। সৌদি নাগরিকসহ বিদেশি সবার জন্য ওমরাহ পালন সাময়িক স্থ’গিত করেছে সৌদি আরব। মক্কা ও মদিনায় ওমরাহ পালন ও ধ’র্মীয় সব কর্মকা’ণ্ড বন্ধের এমন ঘটনা বিরল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভি’ডিও এবং ছ’বি ভাই’রাল হওয়ার পর জীবা’ণুমুক্ত করার জন্য কাবা শরীফ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে সৌদি গেজেট।


আরো বিভন্ন বিভাগের নিউজ