• বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১১:৩৯ পূর্বাহ্ন

লামায় মাদকদ্রব্যসহ পৃথক অভিযানে ৩ মাদক কারবারি আটক

বার্তা কক্ষ / ৩১৪ ভিউ টাইম
আপডেট : মঙ্গলবার, ২৮ মে, ২০১৯

মোঃ নাজমুল হুদা,লামা (বান্দরবান)প্রতিনিধি বান্দরবানে লামায় পুলিশের পৃথক দুইটি অভিযানে মাদকদ্রব্যসহ তিন মাদক কারবারি আটক হয়েছেন। সোমবার(২৭ মে ২০১৯ ইং,)রাত ৯.৩০ ও রাত ১২ ঘটিকায় লামা উপজেলা গজালিয়া ইউনিয়নে ডিসি রোড় নামক স্থানে ও আজিজ নগর ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে লামা থানার পুলিশ এ অভিযান পরিচালনা করে আটক করতে সক্ষম হন।

সূত্রে জানা যায়,লামার গজালিয়া ইউনিয়নের গতিরাম মুসলিম পাড়ার বাসিন্দা মোঃ এনামুল হকের ছেলে মোঃ সরোয়ার (২৪) ও পাশ্ববর্তী বমু বিলছড়ি ইউনিয়নের নন্দিরবিল এলাকার বাসিন্দা মৃত নুর আহমদের ছেলে মোঃ জিয়াউর রহমান (২০) এ দুইজনকে ২০ পিস ইয়াবাসহ রাত ১২ টায় আটক করে পুলিশ।

এদিকে অরেকটি অভিযানে আজিজ নগর ইউনিয়নের মোটর সাইকেল স্টেশন নামক স্থানে রাত সাড়ে নয়টায় স্টেশনে ৬০ কেজি বাঙ্গলা মদসহ চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের মৃত আবুল হাসেমের ছেলে নুরুল আমিনকে আটক করেন পুলিশ।

উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার পুলিশ অফিসাস ইনচার্জ (ওসি) অপেল্লা রাজু নাহা বলেন,আটক মাদ্রক কারবারি তিন জনের বিরুদ্ধে মাদ্রকদব্য নিয়ন্ত্রয়ণ আইনে মামলা রুজু হয়েছে।


আরো বিভন্ন বিভাগের নিউজ