• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০২:১০ পূর্বাহ্ন

কক্সবাজারে সাংবাদিকদের নিয়ে ‘প্রযুক্তির নিরাপদ ব্যবহার’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিউজ রুম / ৮৪ ভিউ টাইম
আপডেট : রবিবার, ১৫ মার্চ, ২০২০

নিউজ ডেস্ক:
চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিস ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে “প্রযুক্তির নিরাপদ ব্যবহার” শীর্ষক গণমাধ্যমকর্মীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার ১৫ মার্চ কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল।
কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন (সিবিইউজে)-র সভাপতি ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: শাজাহান আলি, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোছাইন,পিআইডির-উপ-প্রধান তথ্য অফিসার মো: ওমর ফারুক দেওয়ান, প্রেস ক্লাব সভাপতি মাহবুবুর রহমানসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

এ সময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৫০জন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

সভায় রাষ্ট্রীয় নিরাপত্তায় হুমকী সৃষ্টি,ধর্মীয় অনুভূতিতে আঘাত বা সমাজে বিশৃংখলা সৃষ্টি করতে পারেন এমন কোন তথ্য প্রকাশ বা প্রচার না করাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষযের উপর আলোকপাত করা হয়।


আরো বিভন্ন বিভাগের নিউজ