• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৪:১৭ অপরাহ্ন

সেন্টমার্টিন দ্বীপে মানববন্ধন : পরিবেশ-প্রতিবেশ রক্ষার দাবি কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের

নিউজ রুম / ১৭৯ ভিউ টাইম
আপডেট : সোমবার, ১৬ মার্চ, ২০২০

নিজস্ব প্রতিবেদক:

‘সেন্টমার্টিন দ্বীপ বাঁচাতে নিয়ন্ত্রিত পর্যটন চাই’ শ্লোগানে সেন্টমার্টিন দ্বীপের পরিবেশ-প্রতিবেশ রক্ষার দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরাম’।

সোমবার (১৬ মার্চ ) বিকাল ৪টায় কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের জেটিঘাটে অনুষ্ঠিত মানববন্ধনে সংগঠনটির নেতৃবৃন্দরাসহ কয়েকশ পর্যটক ও দ্বীপের বাসিন্দারা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে দ্বীপ বাঁচাতে ৭ দফা দাবী তুলে ধরা হয়। দাবীগুলো হলো যথাক্রমে বিদ্যমান প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ-তে ৯টি পয়েন্টের নিষিদ্ধ কার্যক্রম রোধ কল্পে) আইন কঠোরভাবে প্রয়োগ করা, দ্বীপে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা, পর্যটকদের আচরণ নিয়ন্ত্রণ ও নির্ধারণ করা, দ্বীপে স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা, দ্বীপে নিরাপদ খাবার পানির উৎস্য নিশ্চিত করা, পরিবেশ ছাড়পত্র ব্যতিত হোটেল ও রির্সোট তৈরী বন্ধ করা,টেকসই বেড়িঁবাধ, স্থানীয় মানুষের জীবন-জীবিকা, জীববৈচিত্র্য ও দ্বীপ রক্ষায় নীতিমালা তৈরী করা।

কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এ.এম হোবাইব সজীবের পরিচালনায় সভাপতি স.ম ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত মানববন্ধনে উপস্থিত ছিলেন, সমকালের প্রতিনিধি সাহাব উদ্দিন, ভোরের কাগজের প্রতিনিধি বশির উল্লাহ, দৈনিক আলোকিত উখিয়া প্রতিনিধি মোঃ নাজিম উদ্দিন, সংগঠনের সহ-দপ্তর সম্পাদক সকালের সময় প্রতিনিধি রকিয়তুল্লাহ ছোটন, নিবার্হী সদস্য দৈনিক ইনানি প্রতিনিধি নিজাম উদ্দিন, নিবার্হী সদস্য মালেক সিকদার, নিবার্হী সদস্য দৈনিক ইনানী প্রতিনিধি কাইছার হামিদ, সংবাদকর্মী মোঃ কাশেম, মোঃ আরমান, মনছুর আলম, আমিনুল ইসলাম, হেলাল উদ্দিন, হাজি ইলিয়াস প্রমূখ।

অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, ইসপার প্রতিনিধি আজিজ সিকদার, সেলিমুল কাদের শিমুল, মোঃ শের আলী রিমন প্রমূখ। এসময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সেন্টমাটিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ।

এর আগে ১৫ মার্চ শনিবার বিকালে দ্বীপে পরিচ্ছন্নতা কর্মসূচী পালন করেন কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দরা। উল্লেখ্য কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের ৩ দিন ব্যাপি বার্ষিক মিলনমেলার অংশ হিসেবে এসব কমসূচি গ্রহন করেন।


আরো বিভন্ন বিভাগের নিউজ