(রামু প্রতিনিধি)
সর্বদাই মানব সেবায় নিয়োজিত মানবতার স্বেচ্ছাসেবী সংগঠন ঈদগড় ব্লাড ডোনার্স ক্লাব এর বর্ষপূর্তি ও ইফতার মাহফিল ঈদগড় আমির মুহাম্মদ বদি উদ্দিন উচ্চ বিদ্যালয় হল রুমে অনুষ্টিত হয়,
এর পূর্বে বাজার মসজিদের সামনে থেকে বর্ণাঢ্য র্যালী সহকারে বিদ্যালয় মাঠে প্রবেশ করেন সবাই
উক্ত অনুষ্টানে বক্তব্য রাখেন ঈদগড় ইউপি চেয়ারম্যান জনাব ফিরোজ আহমেদ ভুট্টো,
সমাজ সেবক ও মুরব্বি এম নুরুল আলম ফেরদৌসী, ঈদগড় মেডিকেল সেন্টার এন্ড হাসপাতালের চেয়ারম্যান মাওলানা ছৈয়দুল হক,খুটাখালী ব্লাড কল্যাণ সোসাইটি এর এডমিন নুর মোহাম্মদ,স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের এডমিন বোরহান উদ্দীন রব্বানী,সদস্য হাফেজ নুরুল আমিন,আলোচনা ও মোনাজাত পরিচালনা করেন মৌলবী শামসুদোহা ফারুকী,
সার্বিক পরিচালনায় ছিলেন ক্লাবের এডমিন মুহাম্মদ ইউসুফ
সদস্য রবিউল হাসান এর কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে শুরু হউয়া অনুষ্টানে সভাপতিত্বে ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বদরুদ্দীন,
ইসলামী সংগীত পরিবেশনায় ছিলেন শিল্পী শহিদুল ইসলাম,
উপস্থিত ছিলেন আওয়ামীলীগ ঈদগড় শাখার সভাপতি সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম বাঙ্গালী,
বিএনপি ঈদগড় শাখার সভাপতি আলহাজ্ব আবুবকর ছিদ্দিক,
বিএনপি ঈদগড় শাখার সহ সভাপতি নুরুল আজিম(মাইজ্জা), ঈদগড় সমাজ কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ্ব দিদারুল ইসলাম দিদার,
ঈদগড় উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ওমর ফারুক, সহকারী শিক্ষক খালেদুল ইসলাম, মোহাম্মদ তোফায়েল আহমেদ,সাংবাদিক কামাল শিশির,সাংবাদিক মাসেদুল হক আরমান, সাবেক এম ইউপি বেলাল উদ্দীন এডভোকেট সাদ্দাম হোসেন,শাহ মহসিন মজনু, সাজুয়ার,এডমিন নজিবুল,সাকের, কার্যকারী সদস্য আলমগীর,দিদার,আবছার সহ ক্লাবের সকল সদস্য বৃন্দ।
সামাজিক সংগঠন যারা যোগ দিয়েছেন:- নতুন অফিস ব্লাড ডোনার’স সোসাইটি,
খুটাখালী ব্লাড কল্যাণ সোসাইটি এবং বাইশারী ব্লাড ডোনেটিং ক্লাব,
উক্ত অনুষ্টানে যারা অংশ গ্রহন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ক্লাবের এডমিন সরওয়ার হোসাইন!!