• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০১:২৬ পূর্বাহ্ন

ঈদগাঁও বাজার পরিচালনা পরিষদের নির্বাচিতদের শপথ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন

নিউজ রুম / ১১৮ ভিউ টাইম
আপডেট : সোমবার, ১৬ মার্চ, ২০২০

অনলাইন ডেস্ক:
কক্সবাজার সদরের বৃহত্তম বাণিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজার পরিচালনা পরিষদের নব নির্বাচিত প্রতিনিধিদের শপথ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৬ মার্চ সোমবার রাত ৮ টায় বৃহত্তর ঈদগাঁও পাবলিক লাইব্রেবীর মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাজার পরিচালনা পরিষদের সাবেক সভাপতি সিরাজুল হকের সভাপতিত্বে সাবেক ও বর্তমান সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার সদর রামু আসনের সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, প্রধান বক্তার বক্তব্য রাখেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লেঃকর্ণেল (অবঃ) ফোরকান আহমদ। পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ শপথ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আসাদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা মাষ্টার নুরুল আজিম,বাজার পরিচালনা পরিষদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হুমায়ুন কবির চৌধুরী হিমু,জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ, ঈদগাঁও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ছৈয়দ আলম, উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনের সদস্য কামাল উদ্দীন সওদাগর, বজল আহমদ, সাইফুল ইসলাম মেম্বার, তারেক আজিজ।সাবেক সদস্য সেলিম মোর্শেদ ফরাজী, ব্যবসায়ী ছব্বির আহমদ প্রমুখ। নব নির্বাচিতদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি শাহনেওয়াজ চৌধুরী মিন্টু, সহ সভাপতি রায়হান আমিন, সহ সাধারণ সম্পাদক হাসান তারেক, অর্থ সম্পাদক নুরুল আমিন, প্রচার সম্পাদক সাকলাইন মোস্তাক, দপ্তর সম্পাদক নাছির উদ্দীন, সদস্য জসিম উদ্দিন, জাহেদুল ইসলাম, আবদুল মোনাফ সওদাগর, মোঃ রফিকুল ইসলাম , নুরুল আবছার, শওকত আলম। উক্ত শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ সাইমুম সরওয়ার কমল বলেন, বাজারের ঐতিহ্য নষ্ট হয় হাসিল আদায় নিয়ে, হাসিল নৈরাজ্য বন্ধ করতে হবে। মাদক, ইভটিজার, চাঁদাবাজি বন্ধ করতে হবে। বাজারের ঐতিহ্য ধরে রাখতে হলে হাসিল নিম্নমানের রাখতে হবে। সিন্ডিকেট করে বাজার ইজারা নেওয়া যাবে না। তিনি বৃহত্তর ঈদগাঁওয়ের সমস্ত উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে আরো বলেন , সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান, ব্রীজ প্রায় হয়ে গেছে। আগামী দুই বছরের মধ্যে খুঁজে খুঁজে বের করে উন্নয়ন করা হবে। প্রধান বক্তার বক্তব্যে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লেঃক (অবঃ) ফোরকান আহমদ বলেন, বাজারের অলিগলিতে বজ্য রাখা যাবে না, সব সময় বাজারের অলিগলি পরিষ্কার পরিচ্ছন্নতা, যত্রতত্র পার্কি উচ্ছেদ করতে হবে, মোনাফা লোভী ব্যবসা পরিহার করতে হবে, বাজারে চাঁদাবাজি করা যাবে না, উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে বাজারের সমস্ত উন্নয়ন করা হবে ।তিনি আরো বলেন, সুবিধা জনক জায়গা পেলে শিশু পার্ক করা হবে ঈদগাঁওতে, লাইটিং এর ব্যবস্থা করা হবে বাজারে। তিনি করোনা ভাইরাস থেকে সতর্ক থাকতেও আহবান জানান সকলকে। পরে নির্বাচিত ১৩ জনকে শপথ বাক্য পাঠ করান কউক চেয়ারম্যান ফোরকান আহমদ। উল্লেখ্য,গত ২৮ ফেব্রুয়ারী বাজার পরিচালনা পরিষদের নির্বাচন সম্পন্ন হয়।


আরো বিভন্ন বিভাগের নিউজ