• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২:৫৯ অপরাহ্ন

কক্সবাজারের কোচিং সেন্টার তদারকিতে প্রশাসন

নিউজ রুম / ৮৬ ভিউ টাইম
আপডেট : বুধবার, ১৮ মার্চ, ২০২০

ইমাম খাইর, কক্সবাজার

সরকারি নির্দেশনা মতে শিক্ষা প্রতিষ্ঠান, কোচিং সেন্টারগুলো বন্ধ রাখা হয়েছে কিনা যাচাই করতে মাঠে নেমেছে কক্সবাজার জেলা প্রশাসন।
১৮ মার্চ জেলা প্রশাসনের একটি টিম শহরের আইডিয়াল টিচিং হোম, সাইফুরস, ইউনি এইড, ক্রিয়েটিভ সায়েন্সসহ বেশ কয়েকটি কোচিং সেন্টার সরেজমিন পরিদর্শন করেন।
এ সময় কোচিং সেন্টারগুলো বন্ধ পেয়েছে তারা।
একইভাবে বিভিন্ন কক্সবাজারের উপজেলা সদরে যেসব টিচিংহোম, কোচিং সেন্টার রয়েছে সেগুলোও বন্ধ রয়েছে বলে জানা গেছে।
এ প্রসঙ্গে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বলেন, করোনাভাইরাস নিয়ে সতর্কতার অংশ হিসেবে ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধের নির্দেশ প্রদান করে শিক্ষা মন্ত্রণালয়। সরকারী এই নির্দেশ কোচিং সেন্টারগুলো পালন করছে কিনা, তা যাচাই করতে ১৮ মার্চ সরেজমিন পরিদর্শন করা হয়।
এসময় সকল কোচিং সেন্টার বন্ধ পাওয়া যায়। কোচিং সেন্টার মালিকদের সরকারি নির্দেশনা মেনে কার্যক্রম পরিচালনার জন্য বলা হয়।
তিনি বলেন, সরকারি নির্দেশ অমান্য করে কোচিং সেন্টার চালু করলে সিল গালা করা হবে বলে জানানো হয়।
সাধারণ জনসাধারণের দায়িত্বের অংশ হিসেবে কক্সবাজার শহরে কোন কোচিং সেন্টার চালু রাখলে ০১৭১০৪৫৯১৫৮ নম্বরে তথ্য জানাতে অনুরোধ করেছেন মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।


আরো বিভন্ন বিভাগের নিউজ