• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৪:৫৩ অপরাহ্ন

করোনার ভয়াবহ পরিস্থিতিতে ও থেমে নেই রোহিঙ্গা ক্যাম্পে এনজিও কার্যক্রম!

নিউজ রুম / ১০৮ ভিউ টাইম
আপডেট : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০

চ্যানেল কক্স ডেস্ক:

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনা ভাইরাসে দিন দিন মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে।আক্রান্তের সংখ্যাও বাড়ছে।গত ২৪ঘন্টায় ৯৯০জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।এর মধ্যে ইতালির ৪৭৫জন একদিনেই মৃত্যুবরণ করেছে।

সম্প্রতি বাংলাদেশেও করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে।আক্রান্ত ১০জনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।সকল প্রকার সভা-সমাবেশ এমনকি শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ ঘোষণা করা হয়েছে।এমতাবস্থায় সরকারের পক্ষ থেকে জনসচেতনতামূলক বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়েছে।

তবে বাংলাদেশে আশ্রিত মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীকে বিভিন্ন সাহায্য সহযোগিতা দিয়ে আসছে দেশি বিদেশি এনজিও সংস্থা। কক্সবাজারের উখিয়া টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি নাগরিকদের আসা যাওয়া অব্যাহত রয়েছে। সম্প্রতি জনসমাগম বন্ধে দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের ভ্রমণের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এমন ভয়াবহ পরিস্থিতিতে রোহিঙ্গা ক্যাম্পে প্রতিনিয়ত বিদেশি নাগরিকদের যাওয়া আসা অব্যাহত থাকায় স্থানীয়দের উদ্বেগ প্রকাশ করতে দেখা গেছে।
কেননা করোনা ভাইরাসের মতো ভয়াবহ রোগের প্রতিষেধক কোনো ভ্যাকসিন আবিষ্কার হয়নি।তাই রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত বিদেশি নাগরিকসহ জনসমাগম বন্ধে জোর দাবি জানিয়েছে স্থানীয়রা।

তাদের মতে, পরিস্থিতি স্বাভাবিক থাকতেই ব্যবস্থা গ্রহণ করা দরকার।নয়তো পরবর্তীতে এই প্রাণঘাতি ভাইরাস ছড়িয়ে পড়লে পরিস্থিতি মারাত্নক আকার ধারণ করবে বলে জানান।


আরো বিভন্ন বিভাগের নিউজ