• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৪:০৭ পূর্বাহ্ন

জামিনে মুক্তি:জেলগেইট থেকে স্বজনদের সামনে নুরুকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

নিউজ রুম / ৪২০ ভিউ টাইম
আপডেট : শুক্রবার, ৩১ মে, ২০১৯

জসিম উদ্দীন : জামিনে মুক্তির পর স্বজনদের সামনে জেলগেইট থেকে লার পাড়া ইসলাবাদের নুরুল ইসলাম নুরুকে সাদা পোশাকাকে তুলে নিয়ে যাওয়ার অভিগোগ উঠেছে।

শুক্রুরবার সকাল ১০টার দিকে কক্সবাজার জেলগেইটে তার মুক্তির আপেক্ষকৃত স্বজনদের সামনে তাকে তুলে নিয়ে যাও হয় বলে দাবি করেন তার পরিবার। ভুক্তভোগীর নুরুর মা বলেন, আত্মসমর্থন করে কয়েকমাস যাবত জেলে আছেন তার এক মাত্র ছেলে নুরু।

জামিনের পর শুক্রুরবার তার মুক্তির জন্য অর্ধশতাধিক আত্মীয়স্বজন জেলগেইটও আসেন।বের হবার সঙ্গে সঙ্গে সাদা পোশাকের তিন ব্যাক্তি তাকে তুলে নিয়ে পুলিশ লাইনের ভিতরে নিয়ে যাওয়া হয় বলে জানান তিনি।

এ দিকে নুরুরকে তুলে নিয়ে যাওয়ার খবর পেয়ে পূর্ব লারপাড়ার শতাধিক নরনারী পুলিশ লাইনের সামনে অবস্থান নিয়েছেন।

তারা নুরুকে তাদের মাঝে ফিরিয়ে দেয়া না হলে এক সঙ্গে সবাই গাড়ির নিছে পড়ে আত্মহত্যা করবেন এমন হুমকি দিচ্ছেন।

তবে এ ব্যাপরে কক্সবাজার মডেল থানার ওসি তদন্ত খাইরুজ্জামান বলেন, জেলগেইট থেকে কাউকে তুলে দেয়ার খবর তার জানা নেই।


আরো বিভন্ন বিভাগের নিউজ