• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৫:৫৯ অপরাহ্ন

হোম কোয়ারেন্টাইনে রাখার দাবী এমপি জাফরকে

নিউজ রুম / ১০৬ ভিউ টাইম
আপডেট : বুধবার, ২৫ মার্চ, ২০২০

নিউজ ডেক্স:
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমকে হোম কোয়ারেন্টানে পাঠানোর দাবী উঠেছে।
মঙ্গলবার (২৪ মার্চ) জেলা সদর হাসপাতালে সৌদি ফেরত এক নারী রোগির করোনা ধরার পরে জনসাধারণের নিরাপত্তার স্বার্থে এ দাবী উঠে।
গত ১১ মার্চ সস্ত্রীক ওমরাহ থেকে নিজের এলাকায় ফেরেন জাফর আলম।
বিমান বন্দরে তাকে দলের অনেক নেতাকর্মী অভ্যর্থনাও জানান।
এরপর থেকে এমপি জাফর সরকারী-বেসরকারী বিভিন্ন সভা, সমাবেশে যোগদান করেন।
একই সময়ে ওমরাহ হজ্ব করে ফেরেন কক্সবাজারে প্রথম করোনা আক্রান্ত মহিলা চকরিয়া উপজেলার খুটাখালীর বাসিন্দা মুসলিমা খাতুন (৭০)।
ওমরাহ করে আসার পর অসুস্থ হলে তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। পরীক্ষা নিরীক্ষার পর মঙ্গলবার (২৪ মার্চ) তার শরীরে করোনা ধরা পড়ার বিষয়টি নিশ্চিত করা হয়।
খবরটি সাওর হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে সবখানে। আলোচনায় আসে এমপি জাফর আলম। অনেকে নিজের ফেসবুকে এ প্রসঙ্গে লিখেন।
সরকার দলীয় এমপি জাফর আলমকে দ্রুত সময়ের মধ্যে হোম কোয়ারেন্টাইনে পাঠানোর দাবী তুলে অনেকে।
এনটিভির কক্সবাজার প্রতিনিধি ইকরাম চৌধুরী টিপু নিজের ফেজবুকওয়ালে লিখেন -সম্মান জানিয়ে বলছি, চকরিয়ার মাননীয় সংসদ সদস্যকে এখনই কোয়ারান্টাইনে নিয়ে যাওয়া হোক। তিনি ওমরাহ হজ্ব করে এসেছেন। কক্সবাজারে প্রথম করোনা আক্রান্ত মহিলা একই সময়ে ওমরাহ হজ্ব করে এসেছেন। ডাক্তারের কাছে তিনি বিষয়টি গোপন করেছেন। মাননীয় এমপি মহোদয় ওমরাহ থেকে এসেই সরকারি বেসরকারি প্রোগ্রামে অংশ নিচ্ছেন এখনো।


আরো বিভন্ন বিভাগের নিউজ