• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৪:০৭ পূর্বাহ্ন

“মানবতার ফেরিওয়ালা” নাম কুরিয়ে নিলো, হালিশহর থানা ছাত্রলীগ ও যুবলীগ।

নিউজ রুম / ২৯৫ ভিউ টাইম
আপডেট : বুধবার, ২৫ মার্চ, ২০২০

সোহাগ আরেফিন:

পুরো বিশ্বই এখন পার করছে অস্থির ও আতঙ্ক জাগানিয়া এক ক্রান্তিলগ্ন। বুঝতেই পারছেন করোনাভাইরাসের কথাই বলা হচ্ছে। একটু দেরিতে হলেও এই অনাকাক্ষিত ভাইরাসটি প্রবাসী বাংলাদেশীদের মাধ্যমে ঢুকে পড়েছে বাংলাদেশে। ইতোমধ্যেই তিনজন মারা গেছেন, আক্রান্ত হয়েছেন আরও কয়েকজন এবং আক্রান্তদের সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে। সরকার ইতোমধ্যেই ঘোষণা করেছে জনসাধারণকে আতঙ্কিত না-হয়ে সচেতন হতে, জনসমাগম বা ভিড় এড়িয়ে চলতে এবং দিয়েছে আরও কিছু পরামর্শ-নির্দেশনা।

হালিশহর থানা ছাত্রলীগ ও যুবলীগ আজ তিন দিন ধরে হালিশহরের বিভিন্ন রোড, বাসা-বাড়ি,মাদরাসা, মসজিদ, এতিম খানায় সেনিটাইজার স্প্রে করা এবং জনসচেতনতা তৈরি করে আসছে ইতিমধ্যে তারা এলাকাবাসী কাছ থেকে “মানবতার ফেরিওয়ালা” নাম কুরিয়ে নিয়েছে,, তারই ধারাবাহিকতায় আজ তারা সেনিটাইজার স্প্রে করা এবং জনসচেতনতা তৈরি করেন
২৬ নং উত্তর হালিশহরের একাংশে “বি ব্লক” আজ ও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের প্রভাবশালী যুগ্ম-সাধারন সম্পাদক, হালিশহর ছাত্র ও যুবসমাজের প্রিয় মুখ, গোলাম ছামদানি জনি,,,

এই মহৎ কাজে একাত্মতা প্রকাশ এবং উৎসাহ প্রদান করতে ছুটে আসে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক, সাবেক প্যানেল মেয়র বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত ২৬ নং উত্তর হালিশহরের কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব লায়ন মোঃ হোসেন চৌধুরী ভাই ও হালিশহর থানা যুবলীগ নেতা আবীর, রুবেল, রিগান, একে আরিফ হালিশহর থানা ছাত্রলীগ নেতা ইমরান খান আরভী, সামীম, ঈসমাইল, নিয়াজ, মজিদ, আলী, রিফাত, নাদিম প্রমুখ।

আজ ২৬ নং উত্তর হালিশহর ওয়ার্ডের বায়তুল নুর জামে মসজিদ, দারুস সালাম আল ইসলামীয়া মাদ্রাসা, লিটলস গ্রামার স্কুল, উত্তর হালিশহর ডাকঘর,
হালিশহর হাউজিং এষ্টেট উচ্চ বিদ্যালয়, মিডো এপারেলস পোশাক কারখানা, হালিশহর থানা, আল জামিয়াতুল ইসলামিয়া বায়তুল করিম মাদ্রাসা ও এতিমখানা, বায়তুল আজিম জামে মসজিদ ও এতিমখানা, হালিশহর বি ব্লক প্রাথমিক বিদ্যালয়, হযরত ওমর বিন খাত্তাব (রাঃ)জামে মসজিদ, ফইল্লাতলী বাজার (স্তানান্তরিত), বি ব্লক টেম্পু স্ট্যান্ড (ব্রীজের পাশে), ওবাট প্রাইমারী স্কুল সহ জনসমাগম হয় এমন স্থান সমুহে সেনিটাইজার স্প্রে করা হয়..।


আরো বিভন্ন বিভাগের নিউজ