• বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৮ পূর্বাহ্ন

লামা- আলীকদম সড়কে ফ্রাইবোর্ড ভর্তি ট্রাক উল্টে চালক গুরুতর আহত

বার্তা কক্ষ / ৩০৭ ভিউ টাইম
আপডেট : শনিবার, ১ জুন, ২০১৯

মোঃ নাজমুল হুদা,লামা (বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবানের লামা -আলীকদম সড়কে ফ্রাইবোর্ড ভর্তি ট্রাক গাড়ি উল্টে খাদে পড়ে চালক গুরুতর আহত হয়েছেন। শনিবার (১ জুন,২০১৯ ইং,) সকাল ১০ টায় লামা- আলী সড়কে মিরিংঝা টপ নামক সড়ক দূর্টঘনা ঘটে।
জানা জানা যায়,আহত মোঃ লিটন মিয়া নামে চালক ফ্রোইবোর্ড (তার ভর্তি) ট্রাক শহর থেকে আলীকদম যাচ্ছিল। পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিচে খাদে পড়ে যায়। ট্রাক গাড়ির নাম্বার চট্র মেঃ ট ০৫-০৩৪১

আরো জানা যায়, আহত মোঃ লিটন মিয়া নোয়াখালী জেলার পূর্ব ফতেপুর থানার মৃত মোবিন আলীরপুত্র। ট্রাক মালিক সে নিজেই। এক্ষেত্রে খবর পেয়ে পরে লামা ফাইয়ার সার্ভিসের লোক গিয়ে আহত অবস্থায় চালককে উদ্ধার করে লামা হাসপাতালে নিয়ে আসেন হারিয়ে। প্রাথমিক চিকিৎসার জন্য ড্রাইভারকে লামা সদর হাসপাতালে নিয়ে আসে। প্রাথামিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে সরকারী এম্বুলেন্স যোগে চট্টগ্রাম মেডিকেল কলেজে রেফার করা হয়েছে।


আরো বিভন্ন বিভাগের নিউজ