• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৮:২০ অপরাহ্ন

ইসলামপুরে করোনার সংক্রামণ ঠেকাতে সুরক্ষা সামগ্রী বিতরণ

নিউজ রুম / ১২৯ ভিউ টাইম
আপডেট : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০

সংবাদদাতা:কক্সবাজার সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নে করোনা ভাইরাসের ব্যাপক সংক্রামণ ঠেকাতে সাধারণ মানুষ, পথচারী, নিম্ন আয়ের মানুষ, রিক্সা চালক, টমটম চালক ও লবণ শ্রমিকের মাঝে হাত ধুয়ার সাবান, মাস্ক ও লিফলেট বিতরণ করেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সাংস্কৃতিক বিষয়ক উপ-সম্পাদক আনোয়ারুল আজম খোকন। গতকাল ৩০ মার্চ সোমবার করোনা ভাইরাসের নোতিবাচক প্রভাব সম্পর্কে সচেতন করতে এ উদ্যোগ গ্রহন করেন। তিনি বলেন, সাধারণ নিম্ন আয়ের মানুষকে সরকারের গৃহীত আর্থিক সহায়তা ও ত্রাণ সামগ্রী ঘরে ঘরে গিয়ে পৌছে দেওয়া হবে, তবে মানুষকে সরকারী নির্দেশনা ও সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে। সুরক্ষা সামগ্রী ও সচেতনত মূলক লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন ইসলামপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহবায়ক জসিম উদ্দিন, ইসলামপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছৈয়দ মোঃ তামীম, ইসলামপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশের সদস্য জসিম উদ্দিন, স্বেচ্ছাসেবী সংগঠন নতুন অফিস ব্লাড ডোনার সোসাইটির প্রতিষ্টাতা এডমিন সফি উল করিম স্বপ্নীল সহ অনেকে।


আরো বিভন্ন বিভাগের নিউজ