• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৬:১৪ পূর্বাহ্ন

ঈদগাঁওতে প্রবাসী ঐক্য কল্যাণ পরিষদের উদ্যোগে একশত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

নিউজ রুম / ৪৭ ভিউ টাইম
আপডেট : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০

মিছবাহ উদ্দিন,
করোনা ভাইরাস মোকাবিলায় ঈদগাঁও এলাকার একশত দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে মক্কা প্রবাসী ঐক্য কল্যাণ পরিষদ। ২ এপ্রিল সকাল ১০ টার দিকে এ বিতরণ কার্যক্রম শুরু হয়। প্রবাসী ঐক্য কল্যাণ পরিষদ সদস্য সাহেদের নেতৃত্বে এ সহায়তা প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন জালালাবাদ ইউনিয়নের বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব শামিম, মুজিবুর রহমান, জাহাঙ্গীর আলম ও ড্রাইভার জাফর আলম। দুপুর দুইটায় বিতরণ কার্যক্রম সমাপ্ত হয়।
এসময় ঈদগাহ ইউনিয়নের মাছুয়াখালী, ভোমরিয়াঘোনা, মাইজপাড়া, ইসলামাবাদ ফকিরা বাজার, জালালাবাদ নতুনমহাল ও ফরাজি পাড়া এলাকায় অসহায় ও দরিদ্র একশত পরিবারের মাঝে এ ত্রান সহায়তা তুলে দেন।
সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, দেশে যেকোনো অসঙ্গতিতে মক্কা ঐক্য কল্যাণ পরিষদ অসহায় মানুষের পাশে থাকবে। দরিদ্র পরিবারের মেয়েদের বিয়েতে সহযোগিতা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান, অসহায়দের মাঝে ত্রান বিতরণ, প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়াতে সহযোগিতা, ক্রীড়া অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছে এ সংগঠন।
উল্লেখ্য- সৌদি আরব মক্কায় অবস্থানরত একশো এক জন প্রবাসী সদস্যদের সমন্বয়ে ১ নভেম্বর ২০১৭ সালে মক্কা প্রবাসী ঐক্য কল্যাণ পরিষদ গঠিত হয়। প্রতিবছর সদস্যদের প্রত্যেক্ষ ভোটে সভাপতি/সাধারণ নির্বাচিত হয়। বর্তমান সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম।


আরো বিভন্ন বিভাগের নিউজ