• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৪:৩১ অপরাহ্ন

পুলিশ সুপারের পক্ষে আত্মসমর্পণকারী ৯৬ জন জলদস্যু পরিবারকে ত্রাণ বিতরণ করলেন মহেশখালী পুলিশ!

নিউজ রুম / ১৫০ ভিউ টাইম
আপডেট : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০

এ.এম হোবাইব সজীব:

সাংবাদিক আকরাম হোসাইনের মধ্যস্থতায় গত ২৩ নভেম্বর ২০১৯ ইং শনিবার সকাল ১১টায় মহেশখালী উপজেলার অন্তর্গত কালারমারছড়া ইউনিয়ন পরিষদ মাঠে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে অস্ত্র তুলে দিয়ে ১২ বাহিনীর দুর্ধর্ষ ৯৬ জলদস্যু, অস্ত্রের কারিগর ও সন্ত্রাসী স্বাভাবিক জীবনে ফেরার আশায় স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন।

গতকাল ০২ এপ্রিল বৃহস্পতিবার বিকাল ৪:৩০ ঘটিকার সময় কক্সবাজার জেলার পুলিশ সুপার এবি এম মাসুদ হোসেন( পিপিএম বার) এর পক্ষথেকে মহেশখালী উপজেলার অন্তর্গত হোয়ানক ইউপিস্থ কেরুনতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে করোনা ভাইরাস মোকাবেলার জন্য স্বেচ্ছায় আত্মসমর্পণকারী জলদস্যু ও অস্ত্রের কারিগরদের পরিবারের মধ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ করা হয়।

জলদস্যু ও অস্ত্রকারিগর পরিবারের মানুষের মাঝে উক্ত খাদ্য সামগ্রী বিতরনের সময় উপস্থিত ছিলেন, (এএসপি) সহকারী পুলিশ সুপার রতন কুমার দাশ গুপ্ত, জলের কুমিরকে ডাঙ্গায় আনতে যিনি সফল হতে চলেছেন জলদস্যুদের মধ্যস্থকারী সাংবাদিক আকরাম হোসাইন, মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর, ওসি তদন্ত বাবুল আজাদ, হোয়ানক ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা কামালসহ বিপুল সংখ্যাক পুলিশ সদস্যরা।

আত্নসমর্পণকারী পরিবারের লোকজন করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক বিচ্ছিন্ন করণ কার্যক্রমেরর এই দিনে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী পেয়ে সাংবাদিক আকরাম হোসাইন ও মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর সহ সংশ্লিষ্ট সকলকে সাধুবাদ জানান।


আরো বিভন্ন বিভাগের নিউজ