• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৩:০৯ অপরাহ্ন

কুতুবদিয়ায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে প্রশাসনের কঠোর নজরদারি, ২ দিনে জরিমানা ৭৬,০০০/=

নিউজ রুম / ১৬৪ ভিউ টাইম
আপডেট : শনিবার, ৪ এপ্রিল, ২০২০

কাইছার সিকদার:

করোনায় গৃহ বন্দি মানুষের দুর্ভোগ আরো চরমে নিয়ে যায় কিছু স্বার্থান্বেষী মানুষ, এক দিকে উপার্জনহীন মানুষের অন্ন জুটাই দুরূহ হয়ে পড়েছে তার উপর যদি দ্রব্যমূল্য হয়ে যায় মানুষের নাগালের বাইরে সেটা কখনো কারো কাম্য হতে পারে না৷ কুতুবদিয়ায় এই দুঃসময়ে যাতে দ্রব্যমূল্য নাগালের বাইরে যেতে না পারে কিংবা কোন ব্যাবসায়ী যাতে অনাকাঙ্খিত ভাবে নিত্য পণ্যের দাম বৃদ্ধি করতে না পারে সে জন্য কুতুবদিয়া উপজেলায় প্রতিনিয়ত প্রশাসনের নজরদারি অব্যাহত রয়েছে৷

তারই ধারাবাহিকতায় গত ২ রা এপ্রিল বৃহস্পতিবার উপজেলা সদরের বড়ঘোপ বাজারে বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে দ্রব্যমূল্য বেশী রাখা ও লকডাউন আইন অমান্য করার কারণে ৭ টি দোকান কে ৩১,০০০/= (একত্রিশ হাজার) টাকা জরিমানা করেন, এবং ৩ রা এপ্রিল শুক্রবার ধুরুং বাজারে অভিযান পরিচালনা করে একই অপরাধে ৫টি দোকানদার কে ৪৫,০০০/= (পয়তাল্লিশ হাজার) টাকা জরিমানা করেন৷ অভিযান পরিচালনা করেন কুতুবদিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জনাব হেলাল উদ্দিন৷

উল্লেখ্য জনাব হেলাল উদ্দিন করোনা ভাইরাস আতঙ্কে সৃষ্ট সংকটের শুরু থেকেই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন দ্বীপ উপজেলা কুতুবদিয়ার মানুষকে সুরক্ষিত রাখতে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল হক মীরের সাথে পাশাপাশি থেকে কুতুবদিয়া বাসির সাহায্যে সার্বক্ষণিক সহযোগিতা করে আসছেন৷ তাঁহার এই মনিটরিং সর্বমহলে প্রশংসা পেয়েছে এবং সচেতন মহল জানান এই অভিযান অব্যাহত থাকলে দুর্যোগে মানুষের হয়রানি প্রশমিত হবে৷৷


আরো বিভন্ন বিভাগের নিউজ