• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৫:০৭ অপরাহ্ন

কুতুবদিয়ায় বাজার মূল্য নিয়ন্ত্রনে নিরলস প্রচেষ্টায় এসিল্যান্ড – হেলাল উদ্দিন

নিউজ রুম / ১২০ ভিউ টাইম
আপডেট : সোমবার, ৬ এপ্রিল, ২০২০

কাইছার সিকদার:

করোনায় সৃষ্ট দুর্যোগ মোকাবিলায় প্রতিনিয়ত সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় বাজার মূল্য নিয়ন্ত্রনে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন নিবেদিত প্রাণ কুতুবদিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব – হেলাল উদ্দিন ৷

বিশ্ব মহামারী প্রাদুর্ভাব নোভেল করোনা ভাইরাস সংক্রমনের কারণে অবরুদ্ধ পুরু দেশে আজ ১২ তম দিন, এরি মধ্যে মানুষ হাড়ে হাড়ে ভোগ করছে উপার্জন বন্দের প্রভাব সাথে জানতে বাকী নেই করোনার ভবিষ্যৎ ব্যাপক বিধ্বংসী তথ্য৷ তাই বলে কমেনি অসাধু ব্যাবসায়ীদের দৌরাত্ম্য, এটা দেখে মোটে ও থেমে নেই কুতুবদিয়ার প্রশাসন, সেই অসাধু ব্যাবসায়ীদের লাগাম টানতে দিনরাত এক করে ছুটে চলেছেন ভূমি সহকারী কমিশনার – হেলাল উদ্দিন৷

তারই ধারাবাহিকতায় গতকাল ০৫ এপ্রিল রবিবার অভিযান পরিচালনা করে করোনা সংক্রান্ত সরকারী নির্দেশনা অমান্য করায় ১ টি দোকানে ২,০০০/= ও ১ ব্যাক্তিকে ১০,০০০/= টাকা সহ পৃথক দুইটি মামলায় মোট ১২ হাজার টাকা জরিমানা করেন৷

এ ব্যাপারে তিনি জানান, মূলত দ্বীপবাসিকে মহামারী থেকে নিরাপদে রাখতে ও সচেতন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁহার এই প্রচেষ্টা, তিনি আরো বলেন একজন কর্তব্য রত কর্মকর্তা হিসেবে এ ভূখণ্ডের মানুষের সুখ, দুঃখ ও স্বার্থ রক্ষা আমার নৈতিক দায়িত্ব বলে মনে করি৷ সংকট পার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান৷


আরো বিভন্ন বিভাগের নিউজ