• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৭:২১ অপরাহ্ন

ইসলামপুরে করোনা সংকট মোকাবেলায় টমটম ও রিক্সা চালকদের মাঝে ত্রাণ বিতরণ

নিউজ রুম / ১১৮ ভিউ টাইম
আপডেট : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০

সংবাদদাতাঃ করোনা ভাইরাসের ব্যাপক সংক্রামণে থমকে গেছে পুরো বিশ্ব। কর্মহীন হয়ে পড়েছেন শ্রমিক,দিন মজুর সহ নানান পেশার মানুষ। কষ্টে দিন যাপন করছেন নিম্ন আয়ের মানুষগুলো। রিক্সা আর টমটম চালকেরা ও কর্মহীন হয়েছে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে। কক্সবাজার সদরের ইসলামপুর ইউনিয়নে ৬ এপ্রিল রোজ সোমবার বিকালে ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান মনজুর আলমের ব্যক্তিগত তহবিল থেকে ইসলামপুরের ৬৭ জন টমটম ও রিক্সা চালকের মাঝে চাল বিতরণ করা হয়। এ সময় তাদের হাতে জীবাণু নাশক স্প্রে ছিটিয়ে দেওয়া হয়। সংকটময় মুহূর্তে এমন সহায়তা পেয়ে দারুন খুশি টমটম ও রিক্সা চালকরা।

এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সাংস্কৃতিক বিষয়ক উপ-সম্পাদক আনোয়ারুল আজম খোকন, ইসলামপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবছার কামাল শাহীন,সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন প্রমুখ।। ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাবেক চেয়ারম্যান মনজুর আলম বলেন, করোনা ভাইরাসের কারণে খেটে খাওয়া মানুষ গুলো কষ্টে জীবন যাপন করছে। ইতিমধ্যে প্রতিটি ওয়ার্ডে হত দরিদ্রদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। করোনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করতে প্রচারণা চালানো হচ্ছে। এ ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হতে হবে। তাই সচেতনতা বৃদ্ধির লক্ষে মসজিদের ইমামদের নির্দেশনা, বাজারে লিফলেট বিতরণ, সাবান ও মাস্ক বিতরণ করা হয়েছে। প্রয়োজনে ইউনিয়নের মানুষকে আবারও খাদ্য সহায়তা দেওয়া হবে।


আরো বিভন্ন বিভাগের নিউজ