• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৩:১৬ অপরাহ্ন

হোয়াইক্যং ইউনিয়নে করোনা সচেতনতা কার্যক্রম হাইওয়ে পুলিশ ফাঁড়ির

নিউজ রুম / ৯৯ ভিউ টাইম
আপডেট : বুধবার, ৮ এপ্রিল, ২০২০

ওমর ফারুক, টেকনাফ প্রতিনিধি:

হোয়াইকং হাইওয়ে পুলিশ ফাঁড়ি টেকনাফ কর্তৃক নয়া পাড়া বাজা। হোয়াইক্যং বাজার কানজর পাড়া উনচিপারাং বাজারে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে অদ্য ০৮/০৪/২০২০ইং তারিখের মাইকিং প্রচার ও গন পরিবহন, অটো, সিএনজি, এনজিওর মাইক্রোবাস যোগে যাত্রী পিরবহন প্রতিরোধ ব্যবস্থার কার্যক্রম।

হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মো. জাকির হোসেন বলেন, অাজ একটা বিষয় অামি লক্ষ করেছি রাস্তায় গাড়ি কম পরিমাণে দেখা যাচ্ছে এবং মানুষ আগের চেয়ে অনেক বেশি সচেতন হয়েছে। টেকনাফ বাসীদের উদ্দেশ্যে এ কথাগুলো বলেন।
জনগণদের বাড়িতে তাকার জন্য নির্দেশ দেন।
এবং হোম কোয়ান্টায়ন বাস্তবায়ন করার জন্য জন সাধারণকে অনুরোধ করেন।

হোয়াইক্যং হাইওয়ে পলিশ ফাঁড়ির এটিএসআই মো: আলমগীর হোসেন বলেন, করোনা ভাইরাস এমন একটি মহামারি ব্যাধি যেটা আমাদের অদৃশ্য শত্রু। এদের প্রতিহত করতে হলে আমাদের সকলকে সচেতন থাকতে হবে।

হোয়াইক্যং ফাঁড়ির নায়েক মো: জাহিদ বলেন, দেশের অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। তাই আমাদের পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবাইকে একসাথে কাজ করতে হবে।

বাংলাদেশ হাইওয়ে পুলিশের হোয়াইক্যং ফাঁড়ির সদস্য মো: সাহেদ. মো: নাইমুল, মো: রুবেল ও মো: ফয়সাল সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।


আরো বিভন্ন বিভাগের নিউজ