• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৩:৫৪ অপরাহ্ন

লক্ষ্য বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জীবন যেখানে থেমে যায়,

নিউজ রুম / ১১৮ ভিউ টাইম
আপডেট : বুধবার, ৮ এপ্রিল, ২০২০

চ্যানেল কক্স আর্টিকেল:

স্বপ্ন সেখানে শুরু হয়,
স্বপ্ন যেখানে থেমে যায়।
জীবন সেখানে শুরু হয়,
জীবন যেখানে থেমে যায়।

আমার লক্ষ্য স্বপ্নকে ধরা,
জীবনের লক্ষ্য আমাকে।
আমি আর জীবন ছুটতেই থাকি
চেনা হয় না কাউকেই।

স্বপ্ন ছুটে গতিবেগে তার পিছনে আমি,
আমার পিছনে জীবন।
লক্ষ্যে আমি পৌঁছাতে না পারি
তবু পৌঁছে যায় জীবন।

স্বপ্ন শুধু তাড়া করে বেড়ায়
আমি স্বপ্নকে ছুঁইতে না পারি,
জীবনকে শুধাই অভিমানী সুরে
কেন হতে দিল না স্বপ্নেরই।

জীবন তিরস্কার করে হেসে উঠে বলে
ওরে আমিই তো বাস্তবতা,
স্বপ্নতো এক ছলনা শুধু
যে কেড়ে নেয় মহানতা।

জীবন তোকে মহান বানাবে
ভুলিয়ে স্বাধীনতা।
স্বপ্ন তোকে স্বাধীন বানাবে
ভুলিয়ে বাস্তবতা।

আসুন কাল্পনিক একটা গল্প বলি…..
একসময় বিজ্ঞানী আইনস্টাইনের একজন ছাত্র ছিল। সে প্রতিদিন আইনস্টাইনের কাছে পড়তে আসত। আইনস্টেন অনেক বড় বিজ্ঞানী। ছাত্রটি আইনস্টাইনকে দেখে এবং অনুপ্রাণিত হয়। সে ভাবতে থাকে আমি যদি আইনস্টাইনের মতো হতে পারি কেমন হয়🤔?
সেই ছাত্রটি আইনস্টাইনের মতো হতে চায়। একদিন ছাত্রটি আইনস্টাইন কে বলল…

ছাত্রঃ স্যার, আমি আপনার মতো হতে চাই। আমি কি করলে আপনার মতো হতে পারব?

আইনস্টাইনঃ কি বলো? তুমি আমার মত হতে চাও? ঠিক আছে তুমি কালকে আসিও কালকে তোমাকে আমি বলব।

পরের দিন…..

ছাত্রঃ স্যার, আমি গতকাল আপনাকে বলেছিলাম আমি আপনার মত হতে চাই। কি করলে আমি আপনার মত হব? বলবেন?

আইনস্টাইনঃ হ্যাঁ, আমি তোমাকে বলবো চলো…

তারা দুইজন হেঁটে…. হেঁটে….. অনেকদূর.. পথ পাড়ি দিল।

একটা গভীর জঙ্গলে তারা প্রবেশ করল। সেখানে একটি পুকুর ছিল।

আইনস্টাইনঃ তুমি এখানে নামো।

ছাত্রঃ কেন স্যার?

আইনস্টাইনঃ তুমি আমার মতো হতে চাও তাই।

ছাত্রঃ আচ্ছা, এইবার?

আইনস্টাইনঃ পানিতে ডুব দাও

ছাত্রটি পানিতে ডুব দিল। আর আইনস্টাইন সাথে সাথে পিছন দিক থেকে এসে তাকে পানিতে চেপে ধরল! ছাত্রটি অনেক চেষ্টা করতেছে পানি থেকে উঠে আসার জন্য। একটু পর ছাত্রটিকে আইনস্টেন ছেড়ে দিল।

ছাত্রঃ হাঁপাতে হাঁপাতে বললো… স্যার, আপনি আমাকে পানিতে চেপে ধরছেন কেন?

আইনস্টাইনঃ আচ্ছা বলতো আমি তোমাকে পানিতে যখন চেপে ধরছি তুমি সেখান থেকে উঠার জন্য কিরকম চেষ্টা করেছিলে?

ছাত্রঃ স্যার, আমি পানি থেকে উঠার জন্য আমার জীবনের সর্বোত্তম চেষ্টা করেছি। এর চেয়ে বেশি চেষ্টা আমি আর কখনো করিনি।

আইনস্টাইনঃ তুমি যদি আমার মত হতে চাও, তোমার জীবনের লক্ষ্য পূরণের জন্য তুমি পানি থেকে ওঠার জন্যে যেভাবে চেষ্টা করেছো। ঠিক সেভাবে তোমার লক্ষ্য অর্জনের জন্য তোমাকে প্রচেষ্টা চালাতে হবে। জীবনের সর্বোত্তম চেষ্টা করে তোমার লক্ষ্যকে ঠিক রাখতে হবে এবং লক্ষ্য অর্জন করার প্রয়াস চালাতে হবে। তবেই তুমি আমার মত হতে পারবে।

এটাই হলো জীবনের একটি লক্ষ্য।

জীবনে যা-ই পেতে চান না কেন, আগে জানতে হবে আপনি ঠিক কি চান। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনার জীবনে কোন কাজটি করা সবচেয়ে জরুরী। কিসের জন্য মানুষ আপনাকে মনে রাখবে – সেটা আপনার সিদ্ধান্ত। যদি মনে হয় আপনি এখন যা করছেন – তা আপনার লক্ষ্যের সাথে মেলে না – সেটা বাদ দিয়ে এখনই লক্ষ্য পূরণের জন্য কাজ করতে হবে। এখানে বয়স, শিক্ষা বা সামর্থ কোনও ব্যাপার নয়। আন্তরিকতার সাথে কাজ করলে যে কোনও লক্ষ্য অর্জন করা সম্ভব।

কখনো কি ভেবেছেন, কিছু মানুষ কেন যা চায়, তাই পায়; আর কিছু মানুষ অনেক কষ্ট করার পরও কিছুই পায়না? এর কারণ লক্ষ্য। কিছু লোকের লক্ষ্য আছে, কিছু লোকের নেই। লক্ষ্য থাকলে অর্জন করতে পারবে – লক্ষ্য না থাকলে কিছুই পাবেন না” “যদি সুখী হতে চান, তবে এমন একটি লক্ষ্য ঠিক করোন, যা আপনার বুদ্ধি আর শক্তিকে জাগ্রত করে, এবং আপনার মাঝে আশা আর অনুপ্রেরণা সৃষ্টি করে”পৃথিবীতে যারাই বিশাল অর্জন করেছে, তাদের সবারই একটি বিশাল লক্ষ্য ছিল।
তাদের চোখ ছিল এমন লক্ষ্যের দিকে – যার অবস্থান অনেক উঁচুতে; এমন লক্ষ্য যাকে ছুঁতে পারা অসম্ভব বলে মনে হত”লক্ষ্যে পৌঁছাতে হলে আমাদের পরিকল্পনা দিয়ে-তৈরী গাড়িতে চড়তে হবে। এটার ওপর আমাদের পূর্ণ ভাবে বিশ্বাস রেখে নাছোড়বান্দার মত এগিয়ে যেতে হবে। এটা ছাড়া সাফল্যের আর কোনও পথ নেই সাফল্য হল সফলতার সাথে নিজের ঠিক করা লক্ষ্য বাস্তবায়ন করা।

আপনাদের অনুপ্রেরণা পেলে এ রকম কয়েকটি আর্টিকেল লিখতে চাই। পড়ার পর কেমন লাগল দয়াকরে জানাবেন। ভুল ত্রুটি সংশোধন যোগ্য!

গিয়াস উদ্দিন
বি.বি.এ একাউন্টিং (২য় বর্ষ)
জাতীয় বিশ্ব বিদ্যালয়। সিনিয়র শিক্ষক হিসাববিজ্ঞান, গণিত, প্রবাহ কোচিং সেন্টার কক্সবাজার শাখা।


আরো বিভন্ন বিভাগের নিউজ