• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১১:১০ পূর্বাহ্ন

চোরকে যদি চোর বলা হয় সাংবাদিকদের মারে

নিউজ রুম / ২৮৩ ভিউ টাইম
আপডেট : শনিবার, ১১ এপ্রিল, ২০২০

চ্যানেল কক্স পাঠক কলাম:

চোরকে যদি চোর না বলে সাংবাদিকরা ভালো,
চোরকে যদি চোর বলা হয় সাংবাদিকদের মারো।
চোরের বাচ্চা ডাকাতরা সব,লুটেপুটে খাচ্ছে,
তাই দেখে সাংবাদিকরা দুই কলম হয় লিখছে।

ডাকাত শালা লিখছে শুনে, তাদের আমল নামা,
তখন সারা শরীর চুলকাচ্ছে খুলে গায়ের জামা।
চোরের পোলা ডাকাত দেখতে, খুবই ভালো মানুষ
ভালো মানুষ সেজেই তারা জ্বালায় লুটের ফানুস।

সেই চোরের দলে আমলা-কামলা, সাথে থাকে নেতা,
সারা দেশের চোর ডাকাতরা যেন এক সূত্রেই গাঁথা।
তা না হলে কেমন করে মামলা হামলার সাহস পায়,
সেই শক্তির জোরে তারা, মোদের পুলিশ দিয়ে তাড়ায়।

বলতে মানা লিখতে মানা পুকুর চুরির কথা
চোরকে যদি চোর বলা হয় খারাপ তাদের মাথা।
চোরের মায়ের বড় গলা, সেই পুরনো খনার বচন
ছিঁচকে চোরার শাস্তি দেয় বড় চোরের সুজন।

যদি সত্য লিখলে মার খেতে হয়, সত্য কেন লিখবো ?
হে জননী ফিরে তাকাও, না হয় সত্য লিখা ছাড়বো। তোমার সাহস থেকে শিক্ষা নিয়ে সত্য লিখে যায়,
আবার সত্য লিখলে চোর ডাকাতরা হত্যা করতে চায়।

মোরা চোর ডাকাতের হুমকি দমকি তোড়ায় কেয়ার করি
আমরা সত্য লিখা ছাড়িনি কভু যদিও প্রাণে মরি।
হে মুজিব কন্যা শেখ হাসিনা আমরা তোমার সাথেই আছি,
নেই পরওয়া হে জননী আমরস মরি কি আর বাঁচি।

লেখকঃ
মোঃ শহীদুল্লাহ (সাংবাদিক)
সহ সভাপতি বিএমএসএফ কক্সবাজার।
তারিখঃ ১১মার্চ ২০২০ খ্রীস্টাব্দ।

পাঠক কলামের কোন লেখার বিষয়ে কর্তৃপক্ষ কোন দায় নিবে না। লেখক তার নিজের লেখার জন্য সম্পূর্ণ দায়ভার গ্রহণ করবেন।


আরো বিভন্ন বিভাগের নিউজ