• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৪:২৫ পূর্বাহ্ন

উখিয়ায় গাইডওয়াল নির্মাণকালে মাটিচাপা পড়ে নিহত ১

নিউজ রুম / ৬১ ভিউ টাইম
আপডেট : শনিবার, ১১ এপ্রিল, ২০২০

এম.কলিম উল্লাহ, উখিয়া:

উখিয়া উপজেলার রত্নাপালংয়ে মাটিচাপা পড়ে শাহজাহান (২৪) নামে এক যুবক নিহত হয়েছে। সে রত্নাপালং ইউনিয়নের ৭ নং ওয়ার্ড তেলি পাড়ার স্থায়ী বাসিন্দা মোঃ রশিদের ছেলে। এ ঘটনায় মোঃ রশিদ, মোঃ ছৈয়দ আলম নামে আরো দুই শ্রমিক আহত হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) বিকাল সাড়ে ৪ টার দিকে রত্নাপালং ইউনিয়নের তেলীপাড়া গ্রামে পুকুর পাড়ে এ ঘটনা ঘটে। হতাহতরাসহ ৮ জন শ্রমিক গাইড ওয়াল নির্মাণের কাজ করছিল। হঠাৎ পুকুরের পাড় ভেঙ্গে মাটিচাপা পড়ে ঘটনাস্থলে একজন নিহত হয়েছে। আহত দুইজনের মধ্যে মোঃ রশিদ নিহতের পিতা ও অপরজন মোঃ ছৈয়দ আলম চাচা। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিকারুজ্জামান চৌধুরী, উখিয়া থানা ওসি মর্জিনা আক্তার (মরজু) রত্নাপালং ইউনিয়নের চেয়ারম্যান খায়রুল আলম চৌধুরী, ইউপি সদস্য মোঃ সেলিম।

উখিয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ইমদাদুল হক বলেন, রত্নাপালং তেলী পাড়ায় মাটিচাপায় শ্রমিক আটকে যাওয়ার খবর শুনে ঘটনাস্থল থেকে একজনের মৃত দেহ উদ্ধার করা হয়েছে।আরো দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


আরো বিভন্ন বিভাগের নিউজ